ফরচুন বরিশাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো। বরিশাল দল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে রোববার (১৯ জানুয়ারি) ছয় উইকেটে চট্টগ্রাম কিংসকে পরাজিত করেছে।
এই জয়ে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বরিশাল টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সমান-সংখ্যক ম্যাচে চট্টগ্রাম আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।