বিপিএল-এর মাঝপথে অধিনায়ক বদল নতুন কিছু নয়। অতীতেও এমন হয়েছে, এবারও হলো। ‘দুর্বার রাজশাহী’ এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিন আহমেদের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত।
‘দুর্বার রাজশাহী’ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি’র মাঝপথে এসে তাঁদের অধিনায়ক পরিবর্তন করলো। দলটি এনামুল হক বিজয়কে সরিয়ে নেতৃত্বের ভার দিয়েছে তাসকিন আহমেদের কাঁধে। ‘দুর্বার রাজশাহী’ অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়টি সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।
ব্যাটিংয়ে যাতে আরও মনোযোগী হতে পারেন বিজয় – তাই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী। দলটি বিবৃতিতে লিখেছে, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা মনে করেন, এটা তাঁকে মানসিকভাবে চাঙ্গা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।
বিজয় অবশ্য অধিনায়ক থাকাকালীনও দুর্দান্ত ছন্দে ছিলেন। তিনি আট ম্যাচে ৩২৪ রান নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই উইকেটরক্ষক-ব্যাটার গত রোববার খুলনা টাইগার্সের বিপক্ষে পরাজয়ে ম্যাচে বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়েছেন।
রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিনও দুর্দান্ত ছন্দে রয়েছেন। এই পেসার এবারের বিপিএল-এর এ-পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারিও। বাংলাদেশি এই পেসারকে নিয়ে রাজশাহী লিখেছে, এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন তাঁদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। তিনি আট ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁরা আশা করেন, টুর্নামেন্টে তাঁদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তাসকিন দলকে এগিয়ে নিতে পারবেন।
রাজশাহী আট ম্যাচে তিন জয় ও পাঁচ পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে বিপিএল-এর পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে।