বাংলাদেশ নারী দল: ৪৮.৫ ওভারে ১৮৪ (জ্যোতি ৬৮, সোবহানা ২৩, স্বর্ণা ২১, ফারজানা ১৮; কারিশমা ৪-৩৩, আলিয়াহ ৩-২৪)
ওয়েস্ট ইন্ডিজ নারী দল: ৩৫ ওভারে ১২৪ (শেমাইন ২৮, চেরি-অ্যান ১৮, হেইলি ১৬; নাহিদা ৩-৩১, ফাহিমা ২-১৭, রাবেয়া ২-১৯, মারুফা ২-৩৫)
ফলাফল: বাংলাদেশ নারী দল ৬০ রানে জয়ী
ম্যাচ-সেরা: নাহিদা আক্তার
বাংলাদেশ নারী ক্রিকেট দল দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। ফলে, নিগার সুলতানা জ্যোতির দলের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে রইলো। টাইগ্রেসরা আগামী শুক্রবার রাতে (বাংলাদেশ সময়) তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাইপর্বে ঠেলে দিয়ে বিশ্বকাপে উঠে যাবে।
বাংলাদেশ দল সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে পরাজিত করেছে। এদিন টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৪৮.৫ ওভারে অলআউট হয় ১৮৪ রানে। টাইগ্রেসরা এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে দেয়। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩০ রানে তিন উইকেট শিকার করেছেন। দুই লেগ স্পিনার – রাবেয়া খান ও ফাহিমা খাতুন এবং পেসার মারুফা আক্তার পেয়েছেন দুইটি করে উইকেট।
এদিন বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান অধিনায়ক জ্যোতির। ১২০ ইনিংসে পাঁচটি চার মারা জ্যোতি এক প্রান্তে ধরে রেখেছেন বলেই বাংলাদেশের রানটা ১৮০ পেরোয়। একাদশ ওভারে ৩৫ রানে দুই উইকেট হারানোর পর উইকেটে যাওয়া জ্যোতি ফেরেন ৪৯তম ওভারে দলকে ১৮৪ রানে রেখে। অধিনায়ক ছাড়া রান পেয়েছেন – সোবহানা মোস্তারি (২৩) ও স্বর্ণা আক্তার (২১)।
জ্যোতি ৫৬ রানে তৃতীয় উইকেট খোয়ানোর পর সোবহানাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন। টাইগ্রেস-অধিনায়ক পরে ষষ্ঠ উইকেটে স্বর্ণাকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন। বাংলাদেশের ইনিংসে এছাড়া ৩০ ছাড়ানো জুটি ছিল প্রথম উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হকের।
আগামী অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল।
ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পরে বাংলাদেশের পয়েন্ট ২৩ ম্যাচে ২১। সব ম্যাচ (২৪টি) খেলা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ২১। তবে কিউইস নেট রান রেটে এগিয়ে থাকায় এখন ছয়ে আছে। বাংলাদেশ শেষ ম্যাচে জিতলে তো বটেই, ম্যাচটিতে ফল না-হলেও টপকে যাবে নিউজিল্যান্ডকে, উঠে যাবে বিশ্বকাপে।
তবে বাংলাদেশ শেষ ম্যাচে হেরে গেলেও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আরেকটি সুযোগ পাবে। তখন ছয় দলের একটি বাছাইপর্বে খেলতে হবে, যেখান থেকে বিশ্বকাপে উঠবে দুটি দল। সেই বাছাইপর্বে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে।