loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে ১৫ দিনব্যাপী প্রযোজনাকেন্দ্রিক নাট্যকর্মশালা শুরু

  • মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ

  • ইউএনএইচসিআর রোহিঙ্গা-সংকট সমাধানে কাজ করবে

  • ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ড. ইউনূসের বৈঠক: আইনের শাসনভিত্তিক বিশ্ব গড়ার আহ্বান

  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টাইগ্রেসদের ঐতিহাসিক ওয়ানডে জয়

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ড. ইউনূসের বৈঠক: আইনের শাসনভিত্তিক বিশ্ব গড়ার আহ্বান


ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ড. ইউনূসের বৈঠক: আইনের শাসনভিত্তিক বিশ্ব গড়ার আহ্বান

ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেক্সান্ডার স্টাব মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইসুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের এমন পৃথিবী দরকার – যা হবে আইনের শাসনভিত্তিক।’

মুহাম্মদ ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকারগৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। আলেক্সান্ডার স্টাব বলেন, ‘আমি আপনাদের জন্য শুভকামনা জানাই।’

প্রেসিডেন্ট স্টাব গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইসুতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি হয়েছে।

ড. ইউনূস জানান, তাঁর সরকার রোহিঙ্গা-সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারও বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

Loading...