ডর্টমুন্ড ৩:১ বার্সেলোনা (দুই লেগ মিলিয়ে বার্সেলোনা ৫-৩ ব্যবধানে জয়ী)
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল প্রথম লেগে ৪-০ ব্যবধানে জেতা বার্সেলোনা মঙ্গলবার (১৫ এপ্রিল) বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয় লেগে হেরেছে ৩-১ গোলে। তবে স্প্যানিশ ক্লাবটি দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে। এক দশক আগে শেষবার ইউরোপীয় ট্রফি জেতা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো ছয় বছর পরে।
বার্সা গত সপ্তাহে প্রথম লেগ বড় ব্যবধানে জেতায় শেষ চারে এক পা দিয়েই রেখেছিল। তবে এদিন সিগনাল এদুনা পার্কে হান্সি ফ্লিকের দলকে বড় এক ঝড় সামলাতে হয়েছে। একাদশ মিনিটে গোলরক্ষক ওয়াইটেক সেজনির ফাউলের কারণে পেনাল্টির বাঁশি বাজে বার্সেলোনার বিপক্ষে। সেরহু গিরাসি পেনাল্টি থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন।
তবে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-১ থাকায় তখনো দুশ্চিন্তার কারণ ছিল বার্সেলোনার। তবে ডর্টমুন্ড এরপর একের পর এক আক্রমণে বার্সা রক্ষণভাগকে তটস্থ করে ফেলে। প্রথমার্ধে আর কোনো গোল না-হলেও স্বাগতিক দলটি বার্সার মনে ভয় ধরিয়ে দিতে সক্ষম হয়। ২০২৪-২৫ মৌসুমে কোনো প্রতিযোগিতার কোনো ম্যাচেই বার্সেলোনাকে প্রথমার্ধে এ-রকম খেলতে দেখা যায়নি।
ডর্টমুন্ড বিরতির পরে বার্সাকে আরও চেপে ধরে। গিরাসি ৪৯তম মিনিটে রামি বেনসেবাইনির পাস থেকে বল জালে জড়ান। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন কমে আসে ৪-২।
তবে বার্সেলোনা ৫৪তম মিনিটে একটি গোল পেয়ে যায়। ফারমিন লোপেজের বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেন প্রথমার্ধে বার্সাকে সবচেয়ে বেশি আটকানো ডিফেন্ডার রামি।
গিরাসি ৭৬তম মিনিটে ডর্টমুন্ডকে আরেকটি গোল এনে দেন। গিনির এই স্ট্রাইকার রোনাল্দ আরাউহো বল গিরাসিকে দিলে তিনি সহজেই জালে জড়িয়ে দেন। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটি গিরাসির ত্রয়োদশ গোল।
ডর্টমুন্ড স্কোরলাইন ৫-৩ ব্যবধানে এনে সমতার জন্য মরিয়াই ছিল। ইউলিয়ান ব্রান্ডট বল জালেও পাঠিয়েছেন একবার; কিন্তু অফসাইডে সেটি বাতিল হয়। বাকি সময়ে আর কোনো গোল না-হলে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতেও দুই লেগের স্কোরলাইনে পরাজয়ে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ডর্টমুন্ডকে।
বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচ পরে পরজিত হলেও মাঠ ছেড়েছে হাসিমুখে। দলটি ২০১৯ সালের পরে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে খেলবে।
সেমিফাইনালের বার্সার প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের মধ্যকার জয়ী দল।