loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • মাঠে এমবাপে, পিএসজি’র বড় জয়

  • শ্রীলঙ্কা দলে ফিরলেন লাসিথ মালিঙ্গা

  • চট্টগ্রাম জহুর হকার্স মার্কেটে আগুন, শতাধিক দোকান পুড়লো

  • পিছিয়েছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো

  • শেখ রাসেলের কবরে আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা তিন মাস পেছালো যুক্তরাষ্ট্র


হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা তিন মাস পেছালো যুক্তরাষ্ট্র

চিনের প্রযুক্তি-প্রতিষ্ঠান হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তিন মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চিনের সঙ্গে চলমান বাণিজ্য-দ্বন্দ্ব থেকে দম ফেলার ফুরসত পেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে, নিষেধাজ্ঞা পেছানো হলেও হুয়াওয়ের বিরুদ্ধে নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না বলেও জানান তাঁরা। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক সেক্রেটারি উইলবার রস্ বলেছেন, যেসব টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর নির্ভরশীল, নিষেধাজ্ঞা পেছানোয় এ-সময়ের মধ্যে তারা বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে। অর্থাৎ, হুয়াওয়ের মোবাইল ফোন ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য সব ধরনের সেবা আপাতত চালু থাকবে।

গত সপ্তাহে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য জাতীয় নিরাপত্তা হুমকির মুখে উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করেন। একইসময়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ সব মার্কিন প্রতিষ্ঠানগুলোর উপর হুয়াওয়ের সঙ্গে প্রযুক্তিপণ্য কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করে। সোমবার (২০ মে) এ নিষেধাজ্ঞা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

অনেক বিশ্লেষকই বলছেন, হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই লড়াই শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার খাতিরেই নয়, বরং হুয়াওয়ের উত্থানকে বিশ্বের প্রযুক্তি-বাজার ও অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে হটিয়ে চিনের উপরে উঠে যাওয়ার ‘হুমকি’ হিসেবে দেখা হচ্ছে।

Loading...