loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ই-বাণিজ্য করবো, নিজে ব্যবসা গড়বো’ প্রশিক্ষণে তিন ব্যাচের অভিষেক


ই-বাণিজ্য করবো, নিজে ব্যবসা গড়বো’ প্রশিক্ষণে তিন ব্যাচের অভিষেক

নতুন উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসা পরিচালনায় বুনিয়াদি প্রশিক্ষণ দিচ্ছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব)। ‘ই-বাণিজ্য করবো, নিজে ব্যবসা গড়বো’ স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে এবার ১৭, ১৮ ও ১৯তম ব্যাচের ৭৫ জন নির্বাচিত উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া শুরু করেছে সংগঠনটি।

শনিবার (৩১ অগাস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কার্যক্রমের অভিষেক অনুষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয়ের (ডব্লিউটিও) সেল মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের (সিনিয়র সচিব) মোঃ মফিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার।

এ-সময় প্রশিক্ষণ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন ‘ই-বাণিজ্য করবো, নিজে ব্যবসা গড়বো’ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ হাফিজুর রহমান। তিনি জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার-গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের নিরিখে তরুণ উদ্যোক্তাদের মেধা ও প্রাণশক্তিকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্প-বিপ্লবে এগিয়ে থাকতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এটি সরকারের মেধাভিত্তিক কর্মসংস্থান গড়ে তোলার একটি প্রয়াস। সেই প্রয়াস বাস্তবায়নে ইতোমধ্যে ৪০০ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে ই-ক্যাব।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, “আমাদের দেশীয় ও আন্তর্জাতিক বাজার বিক্রির উপযোগী পণ্য তৈরি করতে হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহার না করলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা যাবে না।”

“এখন ব্যবসায়িক-সংস্কৃতি পাল্টাচ্ছে। এই বাস্তবতাকে মোকাবেলা করেই বাণিজ্য মন্ত্রণালয়, ই-ক্যাব সহ সরকারের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি মার্কেট প্লেস গড়ে তুলছি। আমরা আশা করছি অন্য সব কোম্পানি এই ব্যবসায় যোগ হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সেজন্যই ১১ দিনের এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।”

সরকারের পৃষ্ঠপোষকতায় ই-ক্যাব কিভাবে তরুণ উদ্যোক্তাদের মধ্যে দক্ষতা ও বাণিজ্য কৌশলকে ছড়িয়ে দিচ্ছে - অনুষ্ঠানে সে-বিষয়টি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল ওয়াহেদ তমাল। তিনি আলোচনা করেন ই-ক্যাব-এর কার্যপ্রক্রিয়া সম্পর্কে।

তমাল বলেন, “৫০ থেকে ই-ক্যাব এখন প্রায় এক হাজার সদস্যের সংগঠনে পরিণত হয়েছে। ইতোমধ্যে আমরা পোস্ট অফিসের কার্যক্রমকে ডিজিটালাইজ করতে শুরু করেছি। এর ফলে ট্রাকিং সিস্টেমের মাধ্যমে সারাদেশে এখন কম খরচে, স্বল্প সময়ের মধ্যে ভোক্তার কাছে ই-কমার্স ডেলিভারি পৌঁছে দেয়া যাচ্ছে।” তিনি জানান, বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক তত্ত্বধায়নে এই প্রশিক্ষণ পরিচালনা করছে ই-ক্যাব।

ই-ক্যাব সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে প্রায় ৭০ লাখের ওপর নিবন্ধিত ব্যবসা রয়েছে। তাঁদেরকে এই ধারায় সংযুক্ত করাটা এখন সময়ের দাবি। কেননা অনলাইনে কেনাকাটায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা থাকায় সবাই কোনো ব্যবসা শুরু করতে গেলে কিংবা কেনাকাটা করার আগে গুগল করেন।

প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...