loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইউএস ওপেন-এর নতুন রানি বিয়ান্কা আন্দ্রেস্কু


ইউএস ওপেন-এর নতুন রানি বিয়ান্কা আন্দ্রেস্কু

এম এম মঞ্জুর মোর্শেদ

প্রথম কানাডিয়ান হিসাবে মাত্র ১৯ বছর বয়সেই গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি, তা-ও আবার নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে নারী-টেনিসের পাওয়ার হাউস সেরেনা উইলিয়াম্সকে সরাসরি ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে। যিনি কখনােই গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালেই জেতেননি এবং গত বছর ইউএস ওপেন-এ কোয়ালিফাই-ই করতে পারেননি। এভাবে ফিরে এসে জিতে নেয়া যায়!

নারী-টেনিসে ঘনঘন নতুন তারকার জন্ম হচ্ছে, বিশেষ করে ইউএস ওপেন-এ। পেনেট্টা, অ্যাঞ্জেলিক কারবার, সোলান স্টিফেন্স, নাওমি ওসাকার পরে বিয়ান্কা আন্দ্রেস্কু। তাঁর অলস ধরনের রাজসিক খেলার স্টাইলে বোঝা যায়, তিনি হয়তো বহুদিন খেলবেন, আরও অনেক গ্র্যান্ড স্ল্যাম জিতবেন।

ভবিষ্যত, ভবিষ্যতের জন্যই তোলা থাকুক; শনিবার (৭ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে তিনি ক্যানাডিয়ানদের আনন্দে ভাসিয়েছেন, করেছেন সন্মানিত। অভিনন্দন বিয়ান্কা আন্দ্রেস্কু।

Loading...