loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকায় প্রথমবারের মতো হচ্ছে পিআর অ্যান্ড ব্র্যান্ড কম্স সামিট


ঢাকায় প্রথমবারের মতো হচ্ছে পিআর অ্যান্ড ব্র্যান্ড কম্স সামিট

জনসংযোগ, মিডিয়া ব্যবস্থাপনা ও ব্র্যান্ড কমিউনিকেশন্স কৌশল এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘পিআর অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন্স সামিট’। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে দিনব্যাপী এই সামিটটি হবে আগামী ২৬ অক্টোবর।

কমিউনিকেশন্স ফার্ম র’দিয়া আইএনসি এবং সুশিক্ষায় স্বপ্নবুননের প্ল্যাটফর্ম ড্রিম ডিভাইজার ও শব্দকল্পদ্রুম-এর সহযোগিতায় সামিটটি হবে। 

আয়োজক র’দিয়া সিইও সৈয়দ রবিউস সামস জানান, প্রতিবছর সামিটটি হবে এবং এটি মিড-লেভেল ও তরুণ পেশাজীবী, উদ্যোক্তা, ফ্রেশার এবং পিআর ও ডিজিটাল মার্কেটিং আগ্রহীদের জন্য আদর্শ সুযোগ।

সামিটটিতে অংশগ্রহণকারীরা ক্রিয়েটিভ কমিউনিকেটর, ডোমেন এক্সপার্ট ও রিয়েল-লাইফ এজুকেটরদের কাছ থেকে ইন্টারেক্টিভ পরিবেশ এবং অভিজ্ঞতা শেয়ার করার প্ল্যাটফর্ম পাবেন - যেখানে সেশনগুলো গণযোগাযোগ, বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং ইকোসিস্টেমের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে। একইসাথে থাকছে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানগুলোর সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ।

২০ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্য থেকে শিক্ষা, অভিজ্ঞতা ও আগ্রহের বিবেচনায় ২০০ অংশগ্রহণকারী নির্বাচন করা হবে। ‘পিআর ও ব্র্যান্ড কমিউনিকেশন্স সামিট ২০১৯’-এ অংশ নিতে অনলাইনে নাম নিবন্ধন করতে হবে আগামী ১৫ অক্টোবরের মধ্যে।

ইভেন্ট সম্পর্কে বিস্তারিত bit.ly/2lDap9m এই লিঙ্কে পাওয়া যাবে। কল করা যাবে ১৬৮০-৫৮৯৮৭৮ এই নাম্বারে। 

এই সামিটের নলেজ পার্টনার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ফটোগ্রাফি পার্টনার বক্স অফিস বিডি।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...