loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ডিআইআইটি’র শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ


ডিআইআইটি’র শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে প্রত্যেক শিক্ষার্থীকে যুগোপযোগী করে গড়ে তুলতে এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘একজন ছাত্র একটি ল্যাপটপ’ প্রকল্পের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি (ডিআইআইটি) শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এই ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইআইটিতে অধ্যয়নরত ১১৬জন শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ডিআইআইটির গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আতিউর বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে মাথাপিছু আয় হবে ৫৭০০ ডলার - যা প্রতিবেশি দেশ ভারতের চেয়ে ৪০০ ডলার বেশি হবে। আর তা সম্ভব হবে বর্তমান সরকারের গৃহীত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে। তিনি বলেন, প্রযুক্তি আজ শিক্ষা গ্রহণ ও প্রদানের অবিচ্ছেদ্য অংশ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণের উদ্যোগ একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। তিনি শিক্ষার্থীদের ল্যাপটপের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম ঘোষণাই ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং সে-লক্ষ্য পূরণে সরকার সফল হয়েছে। 

তিনি আরও বলেন এ-ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মেকে প্রযুক্তিজ্ঞানে দক্ষ করে বাস্তব ও কর্মমুখী  জীবনের বিভিন্ন সমস্যা সহজে সমাধান করতে উপযোগী করে তুলতে হবে। বর্তমান সরকার গ্রাম থেকে গ্রামান্তরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রাত্যহিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকারের পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালিত বিভিন্ন তথ্যপ্রযুক্তিবিষয়ক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, জীবন আর শিক্ষা আলাদা হতে পারে না। ডিআইআইটি জীবনের সঙ্গে শিক্ষাকে সংযুক্ত করতে পেরেছে। এটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে-শিক্ষাটা দরকার, সেই শিক্ষাই দিতে চেষ্টা করছে ডিআইআইটি। এই বিনামূল্যে ল্যাপটপ বিতরণ সেই চেষ্টারই অংশ। এ-সময় তিনি এই সিদ্ধান্ত গ্রহণের জন্য ড্যাফোডিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি অধ্যাপক ড. হাফিজ বলেন, ছাত্রদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণের এই ঘটনা রীতিমতো বিরল। বলার অপেক্ষা রাখে না ডিআইআইটি দক্ষ মানবসম্পদ গড়তে বিরাট অবদান রাখছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন ডিজিটাল বিপ্লব চলছে। সেদিন বেশি দূরে নয়, যখন অফিসে বসে কিংবা রাস্তার গাড়িতে বসে নিজের বাসার ফ্রিজ, লাইট, ফ্যান ইত্যাদি যন্ত্রপাতি চালু ও বন্ধ করা যাবে। এদেশের তরুণ শিক্ষার্থীরা অসম্ভব মেধাবী। তাঁদের হাত ধরেই বাংলাদেশ বদলে যাবে। 

সভাপতির বক্তব্যে সবুর খান বলেন, প্রযুক্তি আজ শিক্ষা গ্রহণ ও প্রদানের অবিচ্ছেদ্য অংশ। তাই ভবিষ্যত প্রজন্মকে প্রযুক্তিজ্ঞানে দক্ষ করে বাস্তব ও কর্মমুখী জীবনের উপযোগী করে গড়ে তুলতে হবে। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার গ্রাম থেকে গ্রামান্তরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রাত্যহিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। একটি উন্নত স্বনির্ভর বাংলাদেশ গড়তে বর্তমান প্রজন্মের উচিত নিজেদেরকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তোলা।

 – সংবাদ বিজ্ঞপ্তি

Loading...