loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সিপিএল-এ খেলতে যাচ্ছেন সাকিব


সিপিএল-এ খেলতে যাচ্ছেন সাকিব

জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান খুব শিগগিরই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতাতে যাচ্ছেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটিতে খেলতে যাওয়ার ছাড়পত্র পেয়ে গেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাকিবের এনওসি পাওয়ার বিষয়টি মিডিয়াকে জানিয়েছেন বলে খবরে প্রকাশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বা পরেরদিন বিশ্বসেরা এই অলরাউন্ডার রওনা হবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে। সাকিব খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। সিপিএল-এর গত আসরে আঘাতের কারণে খেলতে পারেনি ৩২ বছর বয়সী টাইগার-দলপতি। তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

জানা গেছে, সিপিএল-এ অংশ নেওয়া শেষে সাকিব ভারতের বিপক্ষে সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। আগামী নভেম্বরে প্রতিবেশী দেশটিতে সফরে যাবে বাংলাদেশ। খেলবে দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি।

এই মুহূর্তে চলছে সিপিএলের লিগ পর্বের খেলা। সাকিবের দল বার্বাডোজ ছয় ম্যাচ খেলে দু’বার জয় তুলে নিতে পেরেছে। হেরেছে বাকি চারটি। ছয় দলের আসরে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে তাঁরা। 

বার্বাডোজে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলনেতা জেসন হোল্ডারকে। আরও থাকছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেইল্স, দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি প্রমুখ।

Loading...