loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ভারত অর্থনৈতিক সম্মেলন ২০১৯ শুরু


ভারত অর্থনৈতিক সম্মেলন ২০১৯ শুরু

‘ইনোভেটিং ফর ইন্ডিয়া: স্ট্রেন্থদেনিং সাউথ এশিয়া, ইম্প্যাক্টিং দি ওয়ার্ল্ড’ এই প্রতিপাদ্য নিয়ে আজ নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ইন্ডিয়ান ইকোনোমিক সামিট ২০১৯ শুরু হয়েছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ’র (সিআইআই) সঙ্গে যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ) এই সম্মেলনের আয়োজন করছে।

বিদ্যমান ভূ-রাজনৈতিক রূপান্তর এবং বৈশ্বিক বহুধার প্রেক্ষাপটে আঞ্চলিক গুরুত্বের কৌশলগত বিষয়ে সম্মেলনে আলোচনা হবে।

৪০টির বেশি দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সুশীল সমাজ, আন্তর্জাতিক সংস্থা, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ, ফোরামের সদস্য দেশের প্রতিনিধি, সামাজিক উদ্যোক্তা, তরুণ নেতৃত্বসহ ৮০০’র বেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং এতে বাংলাদেশের ওপর কৌশলগত সংলাপে যোগ দেবেন। শুক্রবার সমাপনী অধিবেশনেও তিনি বক্তব্য রাখবেন।

সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী হেং সুই কিয়েট এবং বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন মন্ত্রী সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন।

উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এলডিসি থেকে মধ্যম-আয়ের দেশে উত্তরণসহ জিডিপি প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের অর্জন তুলে ধরবেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

Loading...