loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সারাদেশে চলছে শারদীয় দুর্গোৎসব


সারাদেশে চলছে শারদীয় দুর্গোৎসব

ঢাকাসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুক্রবার (৪ অক্টোবর) শুরু হয় পাঁচ দিনব্যাপী এই সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।

পঞ্চমী তিথিতে বেলশাখায় দেবী দুর্গার বোধন হয়েছে। দক্ষিণায়নের নিদ্রিত দেবীর নিদ্রা ভাঙার জন্য পারিবারিক মন্ডপেও পূজা করা হয়। জগতের মঙ্গল কামনায় কৈলাসবাসী দেবীর এবারের আগমন ঘটেছে ঘোড়ায় চড়ে। আবার বিজয়া দশমীতেও দেবী দুর্গা ঘোড়ায় চড়েই কৈলাসে ফিরবেন।

এ-বছর সারাদেশে ৩১,৮০০ পূজামন্ডপে পূজা-অর্চনা চলছে। জেলা পর্যায়ে সর্বাধিক পূজামন্ডপ রয়েছে চট্টগ্রামে। পূজা উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হযেছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

চট্টগ্রামে ২,১৪৪টি মন্ডপে পূজা-আর্চনার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। এ-উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদ্বোধন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। নগরীর জামালখান কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চলছে মায়ের আরাধনা।

আজ শনিবার মহাসপ্তমী। আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ এবারের দুর্গাপূজা।

Loading...