loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা


পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা

নিরাপত্তার কারণে সেরা কয়েকজন ক্রিকেটারকে দেশে রেখে এসেও টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানিদের হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা জিতেছে ১৩ রানে। আগে ব্যাট করে লঙ্কানদের করা ১৪৭ রানের জবাবে পাকিস্তানকে থামতে হয়েছে ১৩৪ রানে। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা।

ওয়ানডে সিরিজে হারলেও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা। প্রতিপক্ষের মাটিতে বুধবার (৯ অক্টোবর) শেষ ম্যাচে ১৩ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ লঙ্কানরা জিতেছে ৩-০ ব্যবধানে।

এদিন লাহোরে মুখোমুখি হয় দু’দল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে পুরো ওভার খেললেও ছয় উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

১৪৮ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফখর জামানকে হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান করে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন বাবর আজম ও হারিস সোহেল। তবে শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পেরে ওঠেননি তাঁরা। হারিস ৫০ বলে সর্বোচ্চ ৫২ করে বিদায় নেন। বাবরের ব্যাট থেকে আসে ২৭ রান। দলের হয়ে আর কেউই ভালো স্কোর করতে পারেননি।

শ্রীলঙ্কান বোলারদের মধ্যে ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি ও লাহিরু কুমারা দুইটি উইকেট পেয়েছেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওশাদা ফার্নান্দোর ঝড়ো ইনিংসে লড়াই করার মতো স্কোর পায় শ্রীলঙ্কা। ৪৮ বলে আট চার ও তিন ছক্কায় ৭৮ করে অপরাজিত থাকেন তিনি।

পাকিস্তান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন মোহাম্মদ আমির।

ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার উঠেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে।

Loading...