loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ


শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

সাইফ হাসানের অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বৃষ্টি-আইনে ৯৮ রানে জয়লাভ করেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। সাইফ শতরান করার পাশাপাশি ২৫ রানের বিনিময়ে দুই উইকেট শিকার করেছেন।

কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবারের (১২ অক্টোবর) এই জয়ে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশের তরুণরা। বাংলাদেশের দ্বিতীয় সেরা এই দলটি সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে হেরেছিল স্বাগতিক দলের বিপক্ষে। পরের ম্যাচে এক উইকেটের রোমাঞ্চকর জয়ের পরে শনিবার তৃতীয় ম্যাচে ৯৮ রানের বড় জয় পেলো জুনিয়র টাইগাররা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এদিন সাইফ ব্যাট হাতে ১১০ বল মোকাবেলায় ১২ চার ও তিনটি ছক্কায় ১১৭ রান করেন। বৃষ্টি শুরুর আগেই নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। বৃষ্টির পরে ম্যাচ জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ২৪.৪ ওভারে ২২৯ রান। শেষ পর্যন্ত ছয় উইকেটে ১৩০ রান করতে পেরেছে তাঁরা।

বাংলাদেশের ওপেনার সাইফের ১১৭ রানের পাশাপাশি অপর ওপেনার মোহাম্মদ নাইম করেছেন ৬৬ রান। অধিনায়ক মোহাম্মদ মিথুনের সংগ্রহ ৩২ রান। স্বাগতিক দলের হয়ে শিরান ফার্নান্দো ৫০ রান দিয়ে পেয়েছেন চার উইকেট। এছাড়া ৬৯ রানে তিন উইকেট শিকার করেন সতীর্থ বিশ্ব ফার্নান্দো। 

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও সাইফ হাসান।

Loading...