loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু ২ নভেম্বর


জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু ২ নভেম্বর

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রস্তুতি জানানোর জন্য এক সংবাদ সম্মেলনে এ-তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দশমবারের মতো অনুষ্ঠেয় এই পরীক্ষায় ব্যাপক গুণগত পরিবর্তন হয়েছে। এবার জেএসসি ও জেডিসি - এই দুই পর্যায়ে ২৬,৬১,৬৮২ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে জেএসসিতে ২২,৬০,৭১৬ জন এবং জেডিসিতে ৪,০০,৯৬৬ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯,২৬২টি।

মন্ত্রী জানিয়েছেন, এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২,৯৮২টি। এছাড়া দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, মদিনা, ত্রিপলি, দোহা, ওমানের সাহাম, বাহরাইন, আবুধাবি ও দুবাইয়ে মোট নয়টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সাংবাদ সম্মেলনে জানানো হয়, পরীক্ষার্থীদের সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি কেউ এ-সময়ের পরে আসে, তাহলে তার কারণ ও যাবতীয় তথ্য লিখে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সেই তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে।

শিক্ষামন্ত্রী জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ-সময়ে কোচিং সেন্টার খোলা রাখার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Loading...