loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

মন্টেনেগ্রোকে সাত গোলে ভাসিয়ে মূলপর্বে ইংল্যান্ড


মন্টেনেগ্রোকে সাত গোলে ভাসিয়ে মূলপর্বে ইংল্যান্ড

এদিন এক হাজারতম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড। আর মাইলফলক ছোঁয়ার এই ম্যাচে মন্টেনেগ্রোকে নিয়ে ছেলেখেলাই করলো ইংলিশরা। দলনায়ক হ্যারি কেইনের হ্যাটট্রিক-এ দেশটি ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। ফলে ইউরো ২০২০-এর মূলপর্বে পৌঁছে গেছে ১৯৬৬’র বিশ্বচ্যাম্পিয়ন দেশটি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠ ওয়েম্বলিতে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা ২০২০ ইউরো বাছাইপর্বে ‘এ’ গ্রুপে মুখোমুখি হয় মন্টেনেগ্রোর। ১১ মিনিট পরেই গোল উৎসব শুরু করে ইংলিশরা। শুরুটা করেন মিডফিল্ডার অ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইন। 

এরপর স্পটলাইট নিজের দিকে ঘুরিয়ে নেন কেইন। এই ফরোয়ার্ড মাত্র ১৯ মিনিটের এক ঝড়ে করেছেন হ্যাটট্রিক। কেইনের গোল তিনটি এসেছে ১৮, ২৪ ও ৩৭ মিনিটে। এর আগে অবশ্য স্বাগতিক দলের ব্যবধানটা ৪-০ করে দেন মার্কাস রাশফোর্ড। ৫-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে সাউথগেটের দল।

ম্যাচে ফেরা তো বহু দূরে  - ৬৬ মিনিটে উল্টো এক আত্মঘাতি গোল হজম করে বসে মন্টেনেগ্রো। ৮৪ মিনিটে দলটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তরুণ ফরোয়ার্ড ট্যামি আব্রাহাম।

বিশাল এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান অটুট রেখেছে ইংলিশ দল। সাত ম্যাচে তাঁদের পয়েন্ট ১৮। এক ম্যাচ বেশি খেলে তিন ‍পয়েন্ট নিয়ে চার- নম্বরে রয়েছে মন্টেনেগ্রো।

Loading...