loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জিমনাসিয়ার দায়িত্ব ছাড়লেন ম্যারাডোনা


জিমনাসিয়ার দায়িত্ব ছাড়লেন ম্যারাডোনা

আর্জেন্টিনার সুপারলিগার দল জিমনাসিয়ার কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন দিয়েগো ম্যারাডোনা। তিন মাসেরও কম সময় ক্লাবটির দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ক্লাব সূত্র বুধবার (২০ নভেম্বর) এ-তথ্য নিশ্চিত করেছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

ক্লাব সভাপতি গ্যাব্রিয়েল পেলেগ্রিনো স্থানীয় গণমাধ্যমে বলেছেন, ম্যারাডোনা আর জিমনাসিয়ার কোচের দায়িত্বে নেই। ম্যারাডোনা জানিয়েছেন, তিনি এখানে এসেছিলেন সবকিছুকে জোড়া লাগাতে, বিভক্তি করতে নয়।

গত সেপ্টেম্বরের শুরুতে জিমনাসিয়ার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ৫৯ বছর বয়সী আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক। ঐ সময় ২৪ ক্লাবের সুপারলিগায় জিমনাসিয়ার অবস্থান ছিল তলানিতে। দীর্ঘদিনে দেশের বাইরে বিভিন্ন ক্লাবে কোচের দায়িত্ব পালনের পর পেলেগ্রিনোর অনুরোধেই আর্জেন্টাইন ফুটবলে ফিরে এসেছিলেন ম্যারাডোনা। তবে তাঁর অধীনে লা প্লাটার ক্লাবটি বেশি এগোতে পারেনি। ম্যারাডোনার কোচিংয়ে আট ম্যাচে মাত্র তিনটিতে জয়ী হয়েছিল জিমনাসিয়া। জেতা ম্যাচের সবগুলোই ঘরের বাইরে। আর পাঁচটি পরাজয়ের মধ্যে চারটিই ছিল ঘরের মাটিতে। 

গত সপ্তাহে সর্বশেষ তলানি থেকে দ্বিতীয় স্থানে থাকা আলডোসিভির বিপক্ষে ৩-০ গোলে জয়ী হয়ে ২২তম স্থানে উন্নীত হয় জিমনাসিয়া।

জুনে মাত্র নয় মাসের দায়িত্ব শেষে অসুস্থতার অজুহাতে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব ডোরাডোসের দায়িত্ব ছেড়েছিলেন ম্যারাডোনা। বার্সেলোনা ও নাপোলির সাবেক এই ফরোয়ার্ডের নেতৃত্বে আর্জেন্টিনা ১৯৮৬ সালে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল। চারবছর পরে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে তৎকালীন পশ্চিম-জার্মানির কাছে পরাজিত হওয়া ম্যাচটিতেও তিনি আর্জেন্টিনার নেতৃত্বে ছিলেন।

Loading...