loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইউভেন্টাসের সাথে বনুচ্চির চুক্তি বৃদ্ধি


ইউভেন্টাসের সাথে বনুচ্চির চুক্তি বৃদ্ধি

ইউভেন্টাসের সাথে আরও এক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ইতালিয়ান জায়ান্টদের হয়েই খেলবেন এই ডিফেন্ডার। ইউভেন্টাস ক্লাব-সূত্র এ-তথ্য নিশ্চিত করেছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

৩২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক ইউভেন্টাসের হয়ে এ-পর্যন্ত ৩৭৬টি ম্যাচে অংশ নিয়েছেন। এবারের মৌসুমে ক্লাবের প্রতিটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। একমাত্র ডিফেন্ডার হিসেবে বনুচ্চি শেষ সাতটি সিরি-এ ম্যাচে অন্তত একটি গোল করেছেন। ইউভেন্টাসের জার্সি গায়ে তাঁর গোল-সংখ্যা ১৭।

ইন্টার মিলানের চেয়ে এক পয়েন্ট এগিয়ে ইতালির লিগে এখন শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি।

২০১০ সালে বারি থেকে ইউভেন্টাসে যোগ দেওয়ার পরে বনুচ্চি সাতটি লিগ শিরোপাসহ ১৪টি শিরোপা জয় করেছেন। এসি মিলানের পক্ষে এক মৌসুম ধারে খেলে ২০১৮ সালের অগাস্টে তুরিনে ফেরেন বনুচ্চি।

চলতি মৌসুমে জর্জিও কিয়েলিনি ইনজুরিতে আক্রান্ত হওয়ায় অধিনায়কের দায়িত্ব পালন করছেন এই ইতালিয়ান।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১০/১১ মৌসুমে ইউভেন্টাসে আসার পর থেকে বনুচ্চির চেয়ে বেশি-সংখ্যক ম্যাচ ক্লাবের হয়ে কেউ খেলেনি। তিনি এমন একজন খেলোয়াড় - যাঁকে থামানো খুব কঠিন।

Loading...