loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস-এ বাংলাদেশ প্রতিনিধি দল


অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস-এ বাংলাদেশ প্রতিনিধি দল

জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলছে অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০১৯। ভিয়েতনামের হা লং বে-তে পাঁচদিনব্যাপী (১৮-২২ নভেম্বর) এই আয়োজনে ১৬টি দেশের সাথে অংশ নিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন অ্যাপিক্টার বিচারকসহ ৯৫ জন সদস্য। দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৩২টি প্রকল্প এ-বছর অংশ নিচ্ছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফ্টঅয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীরের নেতৃত্বে অ্যাপিক্টায় অংশ নেন বেসিস-এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) ও অ্যাপিক্টার বিচারকমন্ডলীর সদস্য শোয়েব আহমেদ মাসুদ, পরিচালক ও অ্যাপিক্টার বিচারকমন্ডলীর সদস্য দিদারুল আলম, মোস্তাফিজুর রহমান সোহেল, অ্যাপিক্টায় বাংলাদেশের ইকোনমিক কো-অর্ডিনেটর রাশেদ কামাল।

১৯ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিয়েতনাম সফ্টওয়্যার অ্যান্ড আইটি সার্ভিসেস অ্যাসোসিয়েশন-ভিনাসা’র চেয়ারম্যান ড. ট্রুঅং গিয়া বিন, অ্যাপিক্টার চেয়ারম্যান স্ট্যান সিং প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির নেতৃত্বে উপস্থিত ছিলেন বেসিস-এর নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের পরে অ্যাপিক্টার এক্সকো মিটিং ও বিচারকদের সভা অনুষ্ঠিত হয়।

২০ নভেম্বর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রকল্প বিচারপর্ব। এদিন ভিয়েতনামের ঐতিহ্যবাহী পোশাকে দেশটির সংস্কৃতির বিভিন্ন দিক ফুটিয়ে তুলে আয়োজিত হয় হা লং নাইট। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদল নিজেদের সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে।

ভিয়েতনামের ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড স্মার্ট সিটি, বিজনেস টু বিজনেস ম্যাচমেকিং-এ অংশ নেবে বাংলাদেশ। ২২ নভেম্বর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০১৯।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯-এ পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ অ্যাপিক্টায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে। প্রতিষ্ঠান/সংগঠনসমূহ হলো:

১. অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড

২. হেলোটাস্ক লিমিটেড

৩. অ্যান্ট বিজনেস নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড

৪. লঙ্কাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেড

৫. কন্টেন্ট ম্যাটার্স লিমিটেড 

৬. এটুআই, আইসিটি বিভাগ

৭. শাটল 

৮. ইয়োডা

৯. ইজিআর টেকনোলিজস লিমিটেড

১০. টেকটেরেইন আইটি

১১. সিএমইড হেলথ লিমিটেড

১২. এখনি.কম লিঃ (বাগডুম ডটকম) 

১৩. এটুআই অ্যান্ড টেপওয়্যার

১৪. জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং এটুআই

১৫. স্কিল ডেভলোপমেন্ট ফর মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন প্রকল্প, আইসিটি বিভাগ। 

১৬. সূর্যমুখী লিমিটেড

১৭. প্রাইডসিস আইটি লিমিটেড

১৮. সফ্টওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)

১৯. ডিঙ্গি টেকনোলজিস লিমিটেড

২০. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

২১. প্যারালাক্সলজিক ইনফোটেক

২২. আইডিইবি আইওটি এবং রোবোটিক্স গবেষণা ল্যাব

২৩. এইচএমসফট লিমিটেড

২৪. পিএমম্পায়ার লিমিটেড

২৫. ক্র্যামস্ট্যাক লিমিটেড

২৬. বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেড

২৭. পাইন সলিউশন্স লিমিটেড 

২৮. এআরকম

২৯. সিগমাইন্ড

৩০. ফামাক্যাশ লিমিটেড

উল্লেখ্য, বাংলাদেশ ২০১৬ সালে প্রথমবারের মতো অ্যাপিক্টা অ্যাওয়ার্ডসে অংশ নিয়ে পুরস্কার জেতে। ২০১৭-তে বাংলাদেশ একটিতে চ্যাম্পিয়নশিপ ও ১৪টি ম্যারিট পুরস্কার অর্জন করে। ২০১৮-তে একটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জনসহ ছয়টি পুরস্কার জিতেছিল বাংলাদেশ দল।

Loading...