loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইনিংস ও ৪৬ রানে ঐতিহাসিক টেস্ট হারলো টাইগাররা


ইনিংস ও ৪৬ রানে ঐতিহাসিক টেস্ট হারলো টাইগাররা

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০.৩ ওভারে ১০৬
ভারত প্রথম ইনিংস: ৮৯.৪ ওভারে ৩৪৭/৯ (ইনিংস ঘোষণা)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: (আগের দিন ১৫২/৬) (মুশফিক ৭৪, মাহমুদউল্লাহ ৩৯ (আহত-অবসর), আল-আমিন ২১; ইশান্ত ৪/৫৬, উমেশ ৫/৫৩)
ফলাফল: ভারত ইনিংস ও ৪৬ রানে জয়ী
সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের ২-০ ব্যবধানে জয়

ইন্দোরে সিরিজের প্রথম টেস্টেও তিন দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। কলকাতায় দিন-রাতের ঐতিহাসিক দ্বিতীয় টেস্টেও এর পুনরাবৃত্তি হলো। ভারতীয় পেসারদের তোপে নাজেহাল হয়ে নিজেদের দক্ষতার ঘাটতির প্রকাশ ঘটিয়ে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৪৬ রানের বিশাল ব্যবধানে। ফলে দুই ম্যাচের সিরিজে মোমিনুল হকদের হোয়াইটওয়াশ করলো ভিরাট কোহলিবাহিনী।

রোববার (২৪ নভেম্বর) ইডেন গার্ডেন্স-এ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ইনিংস টিকেছে মাত্র ৫২ বল। টাইগাররা যোগ করতে পেরেছে মাত্র ৪৩ রান। হারিয়েছে তিন উইকেট। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মাহমুদউল্লাহ আর ব্যাটিং করতে না নামায় ১৯৫ রানে নবম উইকেটের পতন হওয়ার পরে শেষ হয়েছে টাইগারদের কষ্ট।

৫৯ রান নিয়ে খেলতে নামা মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেছেন ৯৬ বল খেলে। তাঁর ইনিংসে ছিল ১৩ চার। এদিন বাংলাদেশের পতন হওয়া সবগুলো উইকেট নিয়েছেন উমেশ যাদব। সবমিলিয়ে ৫৩ রানে তাঁর শিকার পাঁচ উইকেট। ইশান্ত চার উইকেট নেন ৫৬ রানে। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি।

ম্যাচের প্রথমদিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ৩০.৩ ওভার খেলতে পেরেছিল বাংলাদেশ; গুটিয়ে গিয়েছিল ১০৬ রানে। জবাবে ভারত নয় উইকেটে ৩৪৭ রান করে ইনিংস ঘোষণা করে। ২৪১ রানে পিছিয়ে থেকে আবার ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৯৫ রানে।

বাংলাদেশকে হারিয়ে নতুন রেকর্ডও গড়েছেন কোহলিরা। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো টানা সাত ম্যাচে জিতলো ভারত। শুধু তা-ই নয়, এই নিয়ে টানা চার টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের রেকর্ড হলো তাঁদের।

বাংলাদেশকে দু’বার ইনিংস ব্যবধানে হারানোর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দু’টি ম্যাচেও একইভাবে জিতেছিল ভারত। টেস্ট ইতিহাসে টানা চার ম্যাচে ইনিংস ব্যবধানে জেতার নজির এটাই প্রথম।

রোববার তৃতীয় দিনের দশম ডেলিভারিতে উইকেট হারায় বাংলাদেশ। তখনও স্কোরবোর্ডে আগের দিনের সংগ্রহের সঙ্গে কোনো রান যোগ হয়নি। যাদবের লাফিয়ে ওঠা বল থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন এবাদত হোসেন। তাঁর ব্যাটের হাতলে লেগে বল চলে যায় উইকেটের পেছনে। তৃতীয় স্লিপে সহজ ক্যাচ নেন ভারত দলনেতা কোহলি।

মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে নামার মতো পরিস্থিতি না থাকায় এবং অপরপ্রান্তে সঙ্গীর অভাবে মুশফিক শুরু থেকেই আগ্রাসী ছিলেন। ফলে উমেশের ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে কাভারে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন তিনি। এরপর বাংলাদেশের ইনিংসের সমাপ্তি হওয়া ছিল শুধুই সময়ের ব্যাপার।

জেতার জন্য ভারতকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ইনিংসের ৪২তম ওভারের প্রথম বলে আল-আমিন হোসেনকে উইকেটরক্ষক রিদ্ধিমান সাহার ক্যাচে পরিণত করেন উমেশ। 

পাঁচ চারে ২০ বলে ২১ রান করেছেন আল-আমিন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত সাত জয়ে থেকে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে।

Loading...