loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সারাদেশে নৌ-ধর্মঘট আহ্বান


সারাদেশে নৌ-ধর্মঘট আহ্বান

আজ (৩০ নভেম্বর) দিবাপূর্ব রাত ১২টা থেকে সারাদেশে লাগাতার ধর্মঘটের (কর্মবিরতি) ডাক দিয়েছেন নৌযান শ্রমিকেরা। নৌযান শ্রমিকদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নৌযান শ্রমিকরা দীর্ঘদিন ধরে ১১ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় কর্মবিরতি পালন করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের ঘোষিত ১১ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে - যাত্রীবাহী লঞ্চের কেরানি, কেবিনবয়, ইলেক্ট্রিশিয়ানসহ সব নৌযান শ্রমিককে ২০১৬ সালের সরকার ঘোষিত গেজেট অনুযায়ী বেতন প্রদান, হামলা-মামলা-হয়রানি বন্ধ, হামলাকারী-সন্ত্রাসীদের গ্রেপ্তার, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিংপাস প্রদান, সব নৌযান শ্রমিককে মালিক কর্তৃক খাদ্যভাতা প্রদান, কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ, প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান।

সরকার ও মালিকপক্ষকে অবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে নৌযান শ্রমিকদের ১১ দফাসহ উল্লেখিত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।

Loading...