loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

চাকরি হারালেন আর্সেনাল কোচ উনাই এমেরি


চাকরি হারালেন আর্সেনাল কোচ উনাই এমেরি

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো; আর্সেনালের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছেন কোচ উনাই এমেরিকে। ক্লাবটির দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মধ্যেই ছাঁটাই হলেন এই স্প্যানিশ কোচ। তাঁর জায়গায় সাবেক আর্সেনাল মিডফিল্ডার ফ্রেডি লিউনবার্গকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এক বিবৃতিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল জানিয়েছে, “প্রত্যাশা অনুযায়ী ফলাফল ও নৈপুণ্য না থাকায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আমরা ফ্রেডি লিউনবার্গকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছি। আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে যে - ফ্রেডি ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারবে। নতুন কোচ দেখা চলছে এবং পাওয়া গেলে পরবর্তী ঘোষণায় তা জানিয়ে দেওয়া হবে।”

আর্সেন ওয়েঙ্গার দায়িত্ব ছাড়লে ২০১৮ সালের মে মাসে আর্সেনালের ম্যানেজার হয়েছিলেন এমেরি। তবে গত মৌসুমে তেমন সুবিধা করতে পারেননি তিনি। চলতি মৌসুমে ছিলেন আরও বিবর্ণ। প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ মাত্র ১৮ পয়েন্ট। তালিকার অষ্টম স্থানে এখন দলটি। গত ম্যাচে ফ্রাঙ্কফুর্টের কাছে পরাজয়ের পরই এমেরির বিদায়-ঘণ্টা বাজতে শুরু করে।

ইউরোপা লিগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এমেরিক অবেমেয়াংয়ের গোলে এগিয়ে থেকেও ফ্রাঙ্কফুর্টের কাছে ২-১ গোলে হেরেছে আর্সেনাল, তা-ও আবার নিজেদের মাঠে। যদিও এখন পর্যন্ত এফ গ্রুপে শীর্ষেই আছে ক্লাবটি, তবে সবগুলো প্রতিযোগিতা মিলে গত এক মাসে কোনো জয় পায়নি আর্সেনাল। গত মাসে ইউরোপা লিগে গুইমারায়াসেকে হারানোর পরে সব ধরণের প্রতিযোগিতায় সাত ম্যাচে এটা তাঁদের দ্বিতীয় পরাজয়।

অথচ আর্সেনালে যোগ দেওয়ার আগে কোচ হিসেবে দারুণ সফল ছিলেন এমেরি। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)’র হয়ে জিতেছেন ফরাসি লিগ ওয়ান। সেভিয়ার হয়েও তিনটি ইউরোপা লিগ শিরোপা জিতেছেন তিনি।

Loading...