loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নারী ক্রিকেট দলের এসএ গেমস শুরু সহজ জয় দিয়ে


নারী ক্রিকেট দলের এসএ গেমস শুরু সহজ জয় দিয়ে

ফাইল ছবি

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ১২২/৬ (২০ ওভার) (উমেশা ৫৬, সামারা ৩৩, সন্দীপনী ১২; নাহিদা ৪/৩২, জাহানার ১/২৩)
বাংলাদেশ: ১২৬/৩ (১৮.৩ ওভার) (সানজিদা ৫১*, আয়েশা ২৯, ফারজানা ২৩*; উমেশা ১/১৩)

বোলিংয়ে নাহিদা আক্তার ও ব্যাট হাতে সানজিদা ইসলামের দুর্দান্ত নৈপুণ্যে সহজেই জিতে ত্রয়ােদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসে যাত্রা শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নেপালের পোখারায় সালমা খাতুনের দল সাত উইকেটে হারিয়েছে শক্তিশালী শ্রীলঙ্কাকে।

টি-২০ ফরম্যাটের ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করে ছয় উইকেটে ১২২ রান করে শ্রীলঙ্কা। জবাবে নয় বল বাকী রেখে ম্যাচ হাতে নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুর্নামেন্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার দুই ওপেনার উমেশা থিমাসিনি ও জানাদি আনালি ৩৪ রান যোগ করেন। সপ্তম ওভারে এই জুটিতে ভাঙ্গন ধরান বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাহিদা।

সতীর্থ ফিরলেও এক প্রান্ত আগলে রানের চাকা সচল রেখেছিলেন উমেশা। শেষ পর্যন্ত অর্ধশত করে রান আউট হন তিনি। পাঁচটি চার ও চারটি ছক্কায় ৪৯ বলে ৫৬ রান করেন উমেশা। দলের রান তখন ১৩ ওভারে ৮২।

এরপর শ্রীলঙ্কার মিডল-অর্ডার চেপে ধরেন নাহিদা ও জাহানারা আলম। নাহিদা আরও তিনটি ও জাহানারা এক উইকেট নেন। ফলে সূচনা ভালো হলেও ছয় উইকেটে ১২২ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। নাহিদা ৩২ রানে চার উইকেট শিকার করেছেন।

জবাবে ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আট রান করে থামতে হয়েছে মুরশিদা খাতুনকে। এরপর ৫৩ রানের জুটি গড়েন আয়েশা রহমান ও সানজিদা। ৩৫ বলে ২৯ রান করে আয়েশা আউট হলে দলীয় ৬৬ রানে ভাঙ্গে এই জুটি।

চার নম্বরে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি উইকেটরক্ষক নিগার সুলতানা; ছয় রান করে আউট হন তিনি। এরপর ফারজানা হককে নিয়ে ২৭ বলে ৩৯ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সানজিদা। ৪৫ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন সানজিদা। আর ফারজানা অপরাজিত থাকেন ১৮ বলে ২৩ রান করে।

Loading...