loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

২০১৯ ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো লিভারপুল


২০১৯ ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো লিভারপুল

নির্ধারিত সময়ে মীমাংসা হয়নি, খেলা তাই গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর হন্তারক হলেন এক ব্রাজিলীয়। লিভারপুলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্টো ফিরমিনোই করলেন জয়সূচক গোল। আর তাতেই ২০১৯ ফিফা বিশ্ব ক্লাব ফুটবলের শিরোপা উঠে গেল ইংলিশ ক্লাবটির হাতে।

কাতারের দোহায় শনিবার (২১ ডিসেম্বর) অতিরিক্ত সময়ে সেই এক গোলেই জিতেছে অল রেডরা। এই নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পরে দ্বিতীয় ইংলিশ দল হিসেবে বিশ্ব ক্লাব কাপের শিরোপা জিতল ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

এর আগে ২০০৫ সালে ব্রাজিলের আরেক ক্লাব সাও পাওলোর কাছে ফাইনালে পরাজিত হয়েছিল লিভারপুল।

শনিবারের ম্যাচে ফেভারিট ছিল লিভারপুল-ই। খেলা শুরু থেকেই জেতার মতােই ছিল তাঁদের খেলা। প্রথম কয়েক মিনিট আক্রমণও করেছে বেশি। তবে ফ্লামেঙ্গো দ্রুতই গুছিয়ে নেয়, বাড়ায় আক্রমণের ধার। কিন্তু গোল হচ্ছিলো না। 

৫৪ মিনিটে অবশ্য এগিয়ে যেতে পারত ফ্লামেঙ্গো। সে-যাত্রায় লিভারপুলকে বাঁচান আরেক ব্রাজিলিয়ান, গোলরক্ষক অ্যালিসন। দারুণ দক্ষতায় তিনি আটকে দেন প্রায় নিশ্চিত গোল।

৭৭ মিনিটে বল জালে জড়িয়ে উদযাপন শুরুই করে দিচ্ছিলেন মোহাম্মদ সালাহ; যাহোক, অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

এরপর ৯০ মিনিটের নির্ধারিত সময়ে আর কেউই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। অতিরিক্ত সময়ের নবম মিনিটে লিভারপুলের জন্য আসে কাঙ্ক্ষিত মূহুর্ত। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে বল জালে জড়িয়ে আনন্দে মেতে উঠেন ফিরমিনো।

Loading...