loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জিতে বছর শেষ করলো লিভারপুল ও ম্যানসিটি


জিতে বছর শেষ করলো লিভারপুল ও ম্যানসিটি

জয় দিয়েই ২০১৯ সাল শেষ করলো লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। রোববার (২৯ ডিসেম্বর) সাদিও মানের একমাত্র গোলে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। আর শেফিল্ড শিল্ডকে ২-০ গোলে হারানোর ম্যাচে ম্যানসিটির হয়ে গোল করেছেন সার্জিও আগুয়েরো ও কেভিন ডি ব্রুইনা।

নিজেদের মাঠ অ্যানফিল্ডে উলভ্সকে আতিথেয়তা জানায় লিভারপুল। ম্যাচের ৪২ মিনিটে সতীর্থের গায়ে লেগে আসা বল থেকে শট করে গোল করেন সাদিও মানে। আর এই গোলেই জয় নিশ্চিত হয় ইয়র্গেন ক্লপের শিষ্যদের।

এদিকে আগের ম্যাচে পরাজয়ের পরে জিতেছে ম্যানসিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতে আগুয়েরোর গোলের পর ৮২ মিনিটে ডি ব্রুইনা গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্ডিওলার শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ১৯ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ম্যানসিটি। দুইয়ে থাকা লেস্টার সিটির পয়েন্ট ২০ ম্যাচে ৪২।

Loading...