loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

‘ফাইন্যান্স মিনিস্টার অফ দি ইয়ার’-এ ভূষিত হলেন অর্থমন্ত্রী


‘ফাইন্যান্স মিনিস্টার অফ দি ইয়ার’-এ ভূষিত হলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈশ্বিক পর্যায়ে ‘ফাইন্যান্স মিনিস্টার অফ দি ইয়ার’-এ ভূষিত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক দি ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের ম্যাগাজিন ‘দি ব্যাংকার’ ২০২০ সালের জন্য ‘ফাইন্যান্স মিনিস্টার অফ দি ইয়ার ফর এশিয়া প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’-এ এ ভূষিত করেছে বাংলাদেশের অর্থমন্ত্রীকে। তিনি এই পুরস্কারটি দেশের জনগণের প্রতি উৎসর্গ করেছেন। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

স্বনামখ্যাত ‘দি ব্যাংকার’ পত্রিকাটি ২০০৪ সাল থেকে ফাইন্যান্স মিনিস্টার ফর দি ইয়ার পুরস্কার প্রবর্তন করে। আর্থিক খাতে গতিশীলতা তৈরিসহ দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতকরণে গৃহিত পদক্ষেপ বিবেচনা করে এই পুরস্কার দেয়া হয়।

এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ - এই পাঁচটি অঞ্চলের পাঁচজন অর্থমন্ত্রীকে এবং তাঁদের মধ্যে থেকে একজনকে বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। এবারই প্রথম বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী এই পুরস্কার পেলেন। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী। তার আগের বছর ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুন জেটলি পেয়েছিলেন।

২০১৯ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে নতুন সরকার গঠিত হলে মুস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ২০১৪-১৮ সময়কালে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই তিনি চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেগবান ও আর্থিক খাতের শৃঙ্খলা জোরদারে কার্যকর পদক্ষেপ নেন। তাঁর নের্তৃত্বে বাংলাদেশ গত অর্থবছরে ৮.১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। অবশ্যই এর আগের তিন অর্থবছরে ধারাবাহিকভাবে ৭ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ।

অর্থমন্ত্রীর গ্লোবাল ফাইন্যান্স মিনিস্টার অফ দি ইয়ারে ভূষিত হওয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে বলে সরকার মনে করছে।

Loading...