loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন আর নেই


সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন আর নেই

জাতীয় সংসদের বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. মোজাম্মেল হোসেন আর নেই। শুক্রবার (১০ জানুয়ারি) দিনপূর্ব রাত পোনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেনের বয়স হয়েছিলো ৮০ বছর।

রাজধানীর ন্যাম ভবনের ফ্লাটে অবস্থানকালে এক সপ্তাহ আগে প্রবীন এই জননেতা দ্বিতীয় দফা স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট (সিসিইউ)-তে ভর্তি করা হয়। তাঁর দুটি কিডনি আকেজো হয়ে পড়লে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দলীয় সূত্রের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

তিনি এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর একমাত্র সন্তান প্রফেসার ড. মাহমুদ হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি। তাঁর স্ত্রী জাহানারা বেগম (প্রয়াত) বাগেরহাট জাহানাবাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

১৯৮১ সাল থেকে ৩৯ বছর প্রবীণ এই জননেতা প্রথমে তদানীন্তন বাগেরহাট মহকুমা আওয়ামী লীগের সভাপতি থেকে পরে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন।

ডা. মোজাম্মেল হোসেন পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর হাত ধরে দেশে চালু হয় মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবা ভাতা।

বাগেরহাটের খ্যাতনামা চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন ১৯৯১ সালে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে বাগেরহাট-১ আসন থেকে আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নির্বাচন করলে ডা. মোজাম্মেল হোসেনের আসন পরিবর্তন করে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে তাঁকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়। ডা. মোজাম্মেল হোসেন তাঁর জন্মস্থানের এই আসন থেকে আরও চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের প্রথম নামাজে জানাজা আজ সকালে জাতীয় সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। তাঁর মরদেহ হ্যালিকপ্টারে করে দুপুরে বাগেরহাটে নেয়া হবে। বাদ জুমা বাগেরহাট স্টেডিয়ামে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে বিকেল সাড়ে তিনটায় তাঁর নিজ সংসদীয় এলাকার মোরেলগঞ্জ সদরের এসি লাহা মাধ্যামিক বিদ্যালয় মাঠে বাদ আছর ও সর্বশেষ উপজেলার কচুবুনিয়া নিজ গ্রামে হাজী রহমত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Loading...