loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিপিএল: কোয়ালিফায়ার পর্ব নিশ্চিত করেছে রাজশাহী


বিপিএল: কোয়ালিফায়ার পর্ব নিশ্চিত করেছে রাজশাহী

বঙ্গবন্ধু বিপিএল, শনিবার (১১ জানুয়ারি), শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৫৫/৫, ২০ ওভার (মাহমুদুল্লাহ ৪৮*, নুরুল ৩০, মালিক ১/১১)
রাজশাহী রয়্যাল্স: ১৫৬/২, ১৭.৪ ওভার (লিটন ৭৫, মালিক ৪৩*, জিয়াউর ১/১৭)
ফলাফল: রাজশাহী রয়্যাল্স আট উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: লিটন দাস (রাজশাহী রয়্যাল্স)

প্লে অফ নিশ্চিত হয়েছে আগেই, তবে শীর্ষ দুইয়ে থাকতে হলে জিততে হবে - এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল দুই দল। তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রাজশাহী রয়্যাল্স। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামকে আট উইকেটে হারিয়েছে দলটি।

অবশ্য, চট্টগ্রাম বেশ সুবিধাজনক অবস্থানে ছিল। আগেই ১৬ পয়েন্ট ছিল তাঁদের। সবার আগে প্লেঅফও নিশ্চিত করেছিল দলটি। তবে, সমান পয়েন্ট হওয়ার পরও রান রেটে সেরা দুইয়ে থাকতে পারলো না দলটি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় শনিবার রাজশাহীকে আরও একবার দলকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন ধ্রুব। এই দুই ব্যাটসম্যানের  ওপেনিং জুটিতেই আসে ৮৮ রান। এরপর আফিফ আউট হলে শোয়েব মালিককে নিয়ে ৫০ রানের আরও ভালো জুটি গড়েন লিটন। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ১৪ বল ও আট উইকেট হাতে থাকতেই জয় নিশ্চিত করে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন লিটন। ৪৮ বল মোকাবেলা করে ১১টি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস গড়েছেন তিনি। ২৫ বলে তিনটি চার ও দুইটি ছক্কায় ৪৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মালিক। ৩১ বলে ৩২ রান করেন আফিফ। চট্টগ্রামের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও জিয়াউর রহমান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে চট্টগ্রাম। ক্রিস গেইল ও জুনায়েদ সিদ্দিকির ওপেনিং জুটিতে আসে ৩৮ রান। তবে রানের গতি সে অর্থে বাড়াতে পারেনি। পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে ১৫.২ ওভারে চার উইকেটে দলীয় শতরান পূরণ করে দলটি। এরপর পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের মারমুখী ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। ৩৩ বল মোকাবেলা করে দুইটি চার ও তিনটি ছক্কায় এ রান করেন তিনি। ১৭ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩০ রান আসে সোহানের ব্যাট থেকে। এছাড়া গেইল ও জুনায়েদ ২৩ রান করে করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৫ রান করতে পেরেছে দলটি।

Loading...