loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বঙ্গবন্ধু গোল্ডকাপ: পরাজয় দিয়ে শুরু বাংলাদেশের


বঙ্গবন্ধু গোল্ডকাপ: পরাজয় দিয়ে শুরু বাংলাদেশের

বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরের সূচনাটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল। এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের কাছে হেরেছে জেমি ডের শিষ্যরা।

বুধবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিন ২-০ গোলে জিতেছে জামাল ভূঁইয়া-সাদ উদ্দিনদের বিপক্ষে। ‘এ’ গ্রুপের এই ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশটির পক্ষে জাল ছুঁয়েছেন খালেদ সালেম ও ওদাই খারুব।

এদিন মাঠে সব ক্ষেত্রেই এগিয়ে ছিল শক্তিশালী ফিলিস্তিন। ২৯তম মিনিটে স্ট্রাইকার সালেমের লক্ষ্যভেদের পরে ৫৮তম মিনিটে গোল-ব্যবধান বাড়ান মিডফিল্ডার খারুব।

বঙ্গবন্ধু গোল্ডকাপের গত আসরে (২০১৮) ফিলিস্তিনের কাছে একই ব্যবধানে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

প্রথম ম্যাচ পরাজিত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। আগামী ১৯ জানুয়ারি একই ভেন্যুতে বিকেল পাঁচটায় লঙ্কানদের মোকাবেলা করবেন জামালরা।

Loading...