loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

চলে গেলেন জাতীয় কবির পুত্রবধূ উমা কাজী


চলে গেলেন জাতীয় কবির পুত্রবধূ উমা কাজী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঢাকার বনানীর বাসায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বেশ কিছু দিন ধরে উমা কাজী হৃদযন্ত্রের জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি দুই মেয়ে - খিলখিল কাজী ও মিষ্টি কাজীকে রেখে গেছেন।

খিলখিল কাজী গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বোন মিষ্টি কাজী এখন কলকাতায়। তিনি ফিরলে আজ বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মাকে দাফন করা হবে।

উমা কাজীর স্বামী, অর্থাৎ কবি নজরুলের বড় ছেলে সব্যসাচী কাজীর মৃত্যু হয় ১৯৭৯ সালে। তারপর তাঁর পরিবার কলকাতা থেকে ঢাকার বনানীতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে।

Loading...