loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

রাইডারদের ’৯৯৯’ লেখা স্টিকার বিতরণ করলো পাঠাও


রাইডারদের ’৯৯৯’ লেখা স্টিকার বিতরণ করলো পাঠাও

রাইডারদেরকে ঝামেলাহীনভাবে চিহ্নিত করার জন্য এক হাজারেরও বেশি রাইডারের মাঝে ‘৯৯৯’ লেখা সম্বলিত স্টিকার বিতরণ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় অন ডিমান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পাঠাও’।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায়  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী মোড়ে রাইডারদের মাঝে এই স্টিকার বিতরণ করা হয়। এ-সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক বন্দর) মো. তারেক আহম্মেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) অলক বিশ্বাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) ছত্রধর ত্রিপুরাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাঠাও-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাসিসট্যান্ট ম্যানেজার অপারেশন্স মোহাম্মদ রাশেদ হোসাইন, অ্যাসিসট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস আব্দুল মোতালেব ও চট্টগ্রাম অঞ্চলের হেড অফ অপারেশন্স ইশফাক চৌধুরী।

জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে জরুরি সেবা-বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে পাঠাও লিমিটেড এই উদ্যোগ গ্রহণ করেছে। গত বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী, রাইড শেয়ারিং সার্ভিসে যে-সকল মোটরযান ব্যবহার করা হবে, তাতে ৯৯৯ ব্যবহারের নির্দেশিকা যুক্ত স্টিকার থাকতে হবে, এবং সেটি অবশ্যই এমন জায়গায় থাকতে হবে যেটি দৃশ্যমান।

‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার রাষ্ট্রীয় উদ্যোগের ধারাবাহিকতায় ২০১৮  সাল থেকে ‘৯৯৯’কোড-এর মাধ্যমে ন্যাশলাল ইমার্জেন্সি সার্ভিস ব্যবস্থা চালু করা হয়। ৯৯৯ ইমারজেন্সি সার্ভিস থেকে পুলিশ-সম্পর্কিত তাৎক্ষণিক যেকোনো সেবা, ইমারজেন্সি অ্যাম্বুলেন্স-সেবা, ইমারজেন্সি ফায়ারসার্ভিস-সেবা পাওয়া যায়।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...