loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইসমত আরা সাদেকের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


ইসমত আরা সাদেকের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের কফিনে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী ইসমত আরা সাদেকের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। ইসমত আরা সাদেকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণের পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছু সময় তাঁর কফিনের পাশে নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের নিয়েও ইসমত আরা সাদেক-এর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্তনা জানান। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও চিফ হুইপ ও হুইপগণ মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, এম পি ইসমত আরা সাদেকের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইসমত আরা সাদেক-এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্যগণ, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপগণ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। এ-সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

যশোর-৬ আসন থেকে নির্বাচিত এমপি ইসমত আরা সাদেক ৭৮ বছর বয়সে মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

Loading...