loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

লিগ শিরোপার পথে অপ্রতিরোধ্য লিভারপুলের জয়


লিগ শিরোপার পথে অপ্রতিরোধ্য লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে স্বভাবসুলভ জয় পেয়েছে শিরোপা-প্রত্যাশী লিভারপুল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এই জয়ের ফলে লিগ শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেছে অল রেডসরা। প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে এখন পর্যন্ত কোনো পরাজয়ের স্বাদ পায়নি ক্লাবটি।

মলিনিয়াক্স স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরুতে এগিয়ে যায় লিভারপুল। অষ্টম মিনিটে অ্যালেকজান্ডার-আর্নল্ডের কর্নার থেকে হেডে গোল করেন জর্ডান হেন্ডারসন। অবশ্য, গোলটি সহকারী ভিডিও রেফারির সহযোগিতা নিয়ে নিশ্চিত করা হয়; এক গোলে এগিয়ে যায় লিভারপুল।

প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি উলভারহ্যাম্পটন, তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে স্বাগতিক ক্লাবটি। ৫১ মিনিটে অ্যাডামা ট্রায়রের ক্রস থেকে বল পেয়ে ফাঁকায় থাকা রাউল হিমিনেস সহজেই হেড দিয়ে বল জালে জড়িয়ে দেন (১-১)।

এরপর ৬৫ ও ৬৮ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল উলভারহ্যাম্পটন, কিন্তু ট্রায়র ও হিমিনেস কেউই অ্যালিসনকে পরাস্ত করতে পারেনি।

ম্যাচের শেষ দিকে সাফল্য পায় লিভারপুল। ৮৪ মিনিটে হেন্ডারসনের কাছ থেকে বল পেয়ে যান রবার্তো ফিরমিনো। পেনাল্টি বক্সের মাঝামাঝি জায়গা থেকে দারুণ শটে গোল করেন তিনি (২-১)।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি উলভারহ্যাম্পটন। ফলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন ক্লপের শিষ্যরা। 

এই জয়ে ২৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেলো লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ২৪ ম্যচে ৫১ পয়েন্ট ম্যানসিটির।

Loading...