loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ডাকঘর সঞ্চয় ব্যাংকের সুদহার এখন অর্ধেক


ডাকঘর সঞ্চয় ব্যাংকের সুদহার এখন অর্ধেক

ডাকঘর সঞ্চয়পত্রে বিনিয়োগে সুদের হার কমিয়ে প্রায় অর্ধেক করলো সরকার। তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রে বিনিয়োগে ১১.২৮ শতাংশ সুদহারের স্থলে এখন ৬ শতাংশ পাওয়া যাবে। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এ-হার কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এখন থেকে এক বছর মেয়াদে সুদহার হবে ৫ শতাংশ, আগে যা ছিল ১০.২০ শতাংশ। দুই বছর মেয়াদের সঞ্চয়পত্রে সুদহার হবে ৫.৫০ শতাংশ, আগে যা ছিল ১০.৭০ শতাংশ। আর তিন বছর মেয়াদের সঞ্চয়পত্রে সুদের হার হবে ৬ শতাংশ, যা আগে ছিল ১১.২৮ শতাংশ।

আমানতকারী প্রতি ৬ মাস অন্তর মুনাফা উত্তোলন করতে চাইলে সে ক্ষেত্রে প্রথম বছরে ৪, দ্বিতীয় বছরে সাড়ে ৪ এবং তৃতীয় বছরে ৫ শতাংশ হারে মুনাফা পাবেন, আগে যা ছিল - যথাক্রমে ৯, সাড়ে ৯ ও ১০ শতাংশ।

জানা গেছে, ক্রমবর্ধমান ঋণের চাপ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এ-বছর ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রের সুদের উপর উৎসে আয়কর কর্তনের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। ব্যাংকগুলোর স্থায়ী আমানতের ক্ষেত্রেও সুদের উপর উৎসে করের হার ১০ শতাংশ এবং যাঁদের টিআইএন নেই, তাঁদের ক্ষেত্রে এই হার ১৫ শতাংশ।

এছাড়া এক লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে।

Loading...