loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নেশন্স লিগ: একই গ্রুপে ফ্রান্স-পর্তুগাল, স্পেন-জার্মানি


নেশন্স লিগ: একই গ্রুপে ফ্রান্স-পর্তুগাল, স্পেন-জার্মানি

ইউয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসরে অপেক্ষাকৃত কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের খেলতে হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে স্পেনকেও। তাঁদের গ্রুপে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত হয়েছে নেশন্স লিগের ২০২০-২১ মৌসুমের ড্র। আগেরবারের মতো এবারও মোট চারটি স্তরে হবে মাঠের লড়াই। 

ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা’র অন্তর্ভুক্ত ৫৫টি দেশই নেশন্স লিগে অংশ নিচ্ছে। এবার শীর্ষ পর্যায়ে দলের সংখ্যা বাড়ানো হয়েছে। ‘এ’ লিগে গতবার চার গ্রুপে ভাগ হয়ে খেলেছিল ১২টি দেশ, এবার খেলবে ১৬টি।

‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে পর্তুগাল ও ফ্রান্সের সঙ্গী হয়েছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া; গ্রুপের অন্য দল সুইডেন। চার নম্বরে গ্রুপে স্পেন ও জার্মানির সঙ্গে খেলবে সুইজারল্যান্ড ও ইউক্রেইন।

‘এ’ লিগের এক নম্বরে গ্রুপের দেশগুলো হলো - ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনা। দুই নম্বর গ্রুপে আছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম, ইংল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ড।

গ্রুপ পর্বে প্রতিটি দল দু’বার করে এক অপরের মুখোমুখি হবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দল নাম খেলবে নক-আউটে। সেমিফাইনাল ও ফাইনাল মাঠে গড়াবে আগামী বছরের জুনে।

Loading...