loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সচিবালয়ে ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকবেন: প্রতিমন্ত্রী


সচিবালয়ে ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকবেন: প্রতিমন্ত্রী

চলতি করোনা-পরিস্থিতিতে সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারী নিয়ে অফিসের কাজ চলবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ জাতীয় বার্তা সংস্থা (বাসস)-কে বলেছেন, ‘এই নির্দেশনা শুধু সচিবালয়ের জন্য। কর্মকর্তা-কর্মচারীরা যেন কোনোভাবেই সংক্রমিত না হন, সেটি আমাদের প্রথম লক্ষ্য। সেজন্য ন্যূনতম সংখ্যক কর্মকর্তা নিয়ে আমরা প্রয়োজনীয় কাজগুলো করবো।’

তিনি বলেন, যাঁরা অফিসে আসবেন – তাঁদের পাশাপাশি আরও ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অনলাইনে কাজে যুক্ত থাকবেন । এভাবে পালাক্রমে অফিসের কাজ চলবে। আর দেশের অন্যান্য অফিসগুলোতে প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী নিয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। সে-অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা একটি বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি। যে-মুহূর্তে অফিস সময়সূচির কোনো বাধ্যবাধকতা নেই। সকাল নয়টায় অফিসে এসে কেউ যদি দুইঘণ্টায় কাজ শেষ করতে পারেন, তাহলে কাজ শেষেই তিনি চলে যাবেন। বিকেল পাঁচটায় অফিস ছুটির জন্য তাঁকে অপেক্ষা করতে হবে না। আবার কেউ যদি মনে করেন, বাসায় থেকে অনলাইনে তিনি কাজটা করতে পারবেন, তাহলে তাঁর অফিসে আসার প্রয়োজন নেই। সেই অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ রোস্টার তৈরি করবেন।’

ফরহাদ হোসেন আরও বলেছেন, ‘করোনা মহামারি চলছে, যথেষ্ট সতকর্তা অবলম্বন করে আমাদের কাজ করতে হবে। আমরা চাই না কোনো কর্মকর্তা অপ্রয়োজনে অফিসে আসুক। কর্মকর্তাদের সুরক্ষার জন্য আমরা এই ব্যবস্থা করছি। একসাথে আমরা ২৫ শতাংশের বেশি মানুষ কর্মস্থলে রাখতে চাচ্ছি না। যাঁরা অসুস্থ – তাঁরা একেবারেই অফিসে আসবেন না।’

Loading...