loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ডিপিএস-এর এপ্রিল ও মে মাসের বিলম্ব ফি নেয়া যাবে না


ডিপিএস-এর এপ্রিল ও মে মাসের বিলম্ব ফি নেয়া যাবে না

ব্যাংকের কোনো আমানতকারী এপ্রিল ও মে মাসের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) বা অন্য কোনো সঞ্চয়ী হিসাবের টাকা নির্ধারিত সময়ে জমা দিতে না পারলে, তাঁর কাছ থেকে বিলম্ব মাশুল নেওয়া যাবে না। কিস্তি পরিশোধ না-করার কারণে তা বন্ধ বা বাতিলও করা যাবে না।

এপ্রিল ও মে মাসের নির্ধারিত কিস্তি পরিশোধের জন্য আগামী ২০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ-সময়ের মধ্যে কারও কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে থাকলে তা ফেরত দিতে বলা হয়েছে। সোমবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। এ-সময়ে গণপরিবহন চলাচল বন্ধ এবং জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় অনেক আমানতকারীর পক্ষে তাঁদের ডিপিএস ও বিভিন্ন সঞ্চয়ী কিস্তি নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দেওয়া সম্ভব হয়নি।

নির্দেশনায় বলা হয়, এপ্রিল ও মে মাসের কিস্তি দেরিতে জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব ফি, চার্জ বা অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ- সময়ে কোনো সঞ্চয়ী হিসাবের কিস্তি পরিশোধে ব্যর্থতার কারণে তা বন্ধ বা বাতিল করা যাবে না। তবে, আমানতকারীদের আগামী ২০ জুনের মধ্যে এপ্রিল ও মে মাসের নির্ধারিত কিস্তি জমা দিতে হবে।

Loading...