loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

মোহাম্মদ নাসিমের করোনা-রিপোর্ট নেগেটিভ


মোহাম্মদ নাসিমের করোনা-রিপোর্ট নেগেটিভ

দ্বিতীয়বার পরীক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। দ্বিতীয়বার পরীক্ষায় তাঁর শরীরে করোনার উপস্থিতি নেগেটিভ রিপোর্ট এসেছে। আগামীকাল বুধবার আবারও তাঁর নমুনা পরীক্ষা করা হবে। অবশ্য, তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড মোহাম্মদ নাসিমকে আরও ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী গণমাধ্যমকে এ-তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই; তবে আর অবনতি হয়নি।

সোমবার রাতে বৈঠক করেছেন মোহাম্মদ নাসিমের মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক। স্বাস্থ্যের অবনতি না হওয়ায় তাঁরা কিছুটা আশাবাদী হয়ে উঠেছেন। কিছু ওষুধ পরিবর্তন করে দিয়েছেন তাঁরা।

গত সোমবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরে রাতে তাঁর শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে।

করোনাভাইরাস আক্রান্ত অবস্থায় শুক্রবার (৫ জুন) ভোরে মোহাম্মদ নাসিমের স্ট্রোক হয়। পরে জরুরিভাবে তাঁর অপারেশন করা হয়। অপারেশনের পরে চিকিৎসকরা তাঁকে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

এরপর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নাসিমের চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ড সভা করে তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাঁকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয়।

Loading...