loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

টানা অষ্টমবারের মতো বুন্ডেসলিগা জিতলো বায়ার্ন


টানা অষ্টমবারের মতো বুন্ডেসলিগা জিতলো বায়ার্ন

উৎসবের মঞ্চ তৈরিই ছিল। মঙ্গলবার (১৬ জুন) পূর্ণ পয়েন্ট পেলেই জার্মান বুন্ডেসলিগার শিরোপা ধরে রাখা নিশ্চিত। লক্ষ্যে পৌঁছাতে ভুল করেননি মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডস্কি। তাঁর দেয়া গোলেই ফুটবল লিগে টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ।

মঙ্গলবার রাতে ভের্দার ব্রেইমেনকে তাঁদের মাঠে ১-০ গোলে হারিয়েছে কোচ হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের প্রথমার্ধে দুপক্ষের মধ্যে ব্যবধান গড়ে দেন নিষেধাজ্ঞা কাটিয়ে বায়ার্ন একাদশে ফেরা পোল্যান্ডের স্ট্রাইকার লেভানডস্কি। 

করোনাভাইরাসের ধাক্কা সামলে জার্মানিতে ফের ফুটবল চালু হওয়ার পরে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বাভারিয়ানদের টানা অষ্টম জয়।

দুই ম্যাচ হাতে রেখেই বুন্ডেসলিগায় ৩০তম শিরোপার স্বাদ নিয়েছে জার্মানির সফলতম ক্লাবটি। তবে, দর্শকবিহীন মাঠে খেলা হওয়ায় বায়ার্নের উদযাপনটি হয়নি বরাবরের মতো – তা বলা বাহুল্য। ৩২ ম্যাচে ২৪ জয়, চার ড্র ও চার পরাজয়ে ক্লাবটি অর্জন ৭৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

এদিন বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো বায়ার্ন জয়সূচক গোলটি পায় ম্যাচের ৪৩তম মিনিটে। ব্রেইমেনের রক্ষণভাগের উপর দিয়ে উঁচু করে জার্মান ডিফেন্ডার জেরোম বোয়াটেংয়ের বাড়ানো বল বুক দিয়ে নামান লেভানডস্কি। এরপর তা মাটি ছোঁয়ার আগেই ডান পায়ের কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন তিনি (১-০)।

চলতি ২০১৯-২০ মৌসুমের লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা লেভানডস্কির এটি ৩১তম গোল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে তাঁর গোলসংখ্যা হলো ৪৬টি। ৫৫তম মিনিটে স্বাগতিক দলের জালে আরও একবার বল জড়িয়েছিলেন তিনি, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়।

৭৯তম মিনিটে দশজনের দলে পরিণত হয় বায়ার্ন। ব্রেইমেনের সার্বিয়ান ডিফেন্ডার মিলোস ভেলিকোভিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লেফট ব্যাক আলফোন্সো ডেভিস।

নির্ধারিত সময়ের শেষদিকে অতিথি দলের শিরোপা নিশ্চিত করার পরিকল্পনায় ছেদ পড়তে যাচ্ছিলো। তবে, বায়ার্নের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার তা হতে দেননি। জাপানের ফরোয়ার্ড ইউয়া ওসাকোর হেড রুখে দেন তিনি।

Loading...