loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইউভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন নাপোলি


ইউভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন নাপোলি

নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গিয়েছিল টাইব্রেকারে। শুরুতে পাওলো ডিবালার প্রচেষ্টা ব্যর্থ করে দেন নাপোলির গোলরক্ষক অ্যালেক্স মেরেত। এরপর ড্যানিলো বল মারেন উড়িয়ে। বিপরীতে ইউভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন একটি শটও ঠেকাতে পারেননি। ফলে, ফেভারিট ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্লাব নয়, ইতালিয়ান কাপ (কোপা ইতালিয়া)’র শিরোপা গেলো নাপোলির ঘরে।

বুধবার (১৭ জুন) রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইউভেন্টাসের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে নাপোলি। ছয় বছরের মধ্যে প্রথম কোনো প্রতিযোগিতামূলক ফুটবলের শিরোপা জিতলো ক্লাবটি। এর আগে ২০১৩-১৪ মৌসুমে কোপা ইতালিয়ার শিরোপাই জিতেছিল তাঁরা।

এদিন ৯০ মিনিট পরে যোগ হওয়া সময়ে নাপোলির দু’টি প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় রুখে দিয়েছিলেন বুফন। কিন্তু পেনাল্টি শুটআউটে জ্বলে উঠতে পারেননি তিনি। এই তারকা গােলরক্ষককে ফাঁকি দিয়ে নাপোলির প্রথম চারটি শট জালে পৌঁছে যায়।

লরেঞ্জো ইনসিনিয়ে, মাতেও পলিতানো, নিকোলা মাকসিমোভিচ ও আরকাদিউস মিলিক লক্ষ্যভেদ করেন। অন্যদিকে, দিবালা ও ড্যানিলোর ব্যর্থতার পরে লিওনার্দো বোনুচ্চি ও অ্যারন রামজে মেরেতকে পরাস্ত করলেও দলের পরাজয় এড়াতে পারেননি।

অবশ্য বল দখলে এগিয়ে ছিল ইউভেন্টাসই; তবে, আক্রমণে আধিপত্য দেখিয়েছে নাপোলি। প্রথমদিকে চাপে থাকলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেন তাঁরা। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে রোনাল্ডোর শট রুখে দেন মেরেত। এই ইতালিয়ান গোলরক্ষক ২০তম মিনিটে রদ্রিগো বেন্তানকুরের দূরপাল্লার শটও ফিরিয়ে দেন।

২৫তম মিনিটে এগিয়ে যেতে পারতো নাপোলি। ইতালিয়ান ফরোয়ার্ড ইনসিনিয়ের দারুণ ফ্রি-কিক ৪২ বছর বয়সী বুফনকে ফাঁকি দিলেও বাধা পায় পোস্টে। ৪১তম মিনিটে ইউভেন্টাসের রক্ষণভাগকে বোকা বানিয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন দিয়েগো দেম। এই মিডফিল্ডারের শট রুখে দেন বুফন। পরের মিনিটে ইনসিনিয়েকে আবার হতাশ করেন তিনি।

বিরতির পরে দু’দলের সামনে বেশ কয়েকটি সুযোগ আসে, কিন্তু বল জালে যায়নি। ৬১তম মিনিটে নাপোলির পিওতর জিয়েলিন্সকির শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭২তম মিনিটে পলিতানোর পাস থেকে ডি-বক্সের ভেতরে ফাঁকায় বল পেলেও উড়িয়ে মারেন মিলিক। মাঝে দিবালার দু’টি প্রচেষ্টা ব্যর্থ হয়।

যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল নাপোলি। সার্বিয়ান ডিফেন্ডার মাকসিমোভিচের হেড ঝাঁপিয়ে পড়ে রুখে দেন বুফন। তবে পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন। এরপর আলগা বলে শট নিয়েছিলেন এলিফ এলমাস, সেটাও প্রতিহত করেন বুফন। যাহােক, শেষরক্ষা হয়নি সিআর সেভেনদের।

Loading...