loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিমানের ম্যানচেস্টার, কলকাতা, দিল্লি ও কুয়েত ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত


বিমানের ম্যানচেস্টার, কলকাতা, দিল্লি ও কুয়েত ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ভারতের কলকাতা ও দিল্লি এবং কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কোভিড-১৯ পরিস্থিতিতে চলমান তিনটি আন্তর্জাতিক গন্তব্য ছাড়া বাকি রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান। সোমবার নিজস্ব ওয়েবসাইটে এ-তথ্য প্রকাশ করে বিমান।

বিমানের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি নোটিসে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ভারতের কলকাতা, দিল্লি ও কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো।

এর আগে, দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর ছাড়া অন্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তী সময়ে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। অবশ্য এখন লন্ডন ও দুবাই ছাড়া সব রুটে ফ্লাইট বন্ধ রেখেছে বিমান।

বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে সর্বশেষ ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়। গতকাল আরেক দফা সময় বাড়িয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করলো রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

Loading...