loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইউএস ওপেনে জোকোভিচের উড়ন্ত সূচনা


ইউএস ওপেনে জোকোভিচের উড়ন্ত সূচনা

চতুর্থ ইউএস ওপেন ও ক্যারিয়ারের অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে থাকা নোভাক জোকোভিচের শুরুটা বেশ ভালোই হয়েছে। এই সার্বিয়ান টেনিস তারকার কাছে পাত্তাই পাননি দামির জুমহুর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ২০২০ ইউএস ওপেনের প্রথম রাউন্ডে সহজেই জিতেছেন আসরের শীর্ষ বাছাই ও র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ। সরাসরি সেটে (৩-০) বসনিয়া-হার্জেগোভিনার জুমহুরকে বিদায় করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তিনি।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে জোকোভিচের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি জুমহুর। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও তৃতীয় সেটে ফের হাবুডুবু খান তিনি। শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সী জোকোভিচ জিতেছেন ৬-১, ৬-৪ ও ৬-১ সেটে।

দ্বিতীয় রাউন্ডে জোকারখ্যাত এই তারকার প্রতিপক্ষ কাইল এডমান্ড। ব্রিটেনের এই টেনিস খেলোয়াড় প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েও ৩-১ সেটে হারিয়েছেন কাজাখস্তানের আলেক্সান্দার বুবলিককে।

এবারের ইউএস ওপেনে অংশ নিচ্ছেন না দুই কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। হাঁটুর আঘাত থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা ফেদেরারের চলতি বছর আর কোর্টে নামা হবে না। আসরের বর্তমান চ্যাম্পিয়ন নাদাল স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে উদ্বেগ জানিয়ে সরে দাঁড়িয়েছেন।

ফেদেরার-নাদালের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই হট ফেভারিট মানা হচ্ছে জোকোভিচকে। শিরোপার লড়াইয়ে তাঁকে যাঁরা চ্যালেঞ্জ করতে পারেন, সেই তালিকায় আছেন – আলেক্সান্দার জেভরেভ ও স্তেফানোস সিতসিপাসের নাম। এই দু’জনও পার করেছেন প্রথম পর্বের বাধা।

Loading...