loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিভিন্ন রুটে ট্রেনের আসন সংখ্যার ৫০ শতাংশ টিকেট বিক্রি শুরু


বিভিন্ন রুটে ট্রেনের আসন সংখ্যার ৫০ শতাংশ টিকেট বিক্রি শুরু

সাড়ে পাঁচমাসেরও বেশি সময়ের পরে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন রুটে ট্রেনের আসন সংখ্যার ৫০ শতাংশ টিকেট বিক্রি শুরু হয়েছে। ৫০ শতাংশ টিকেটের ২৫ শতাংশ রেল-স্টেশনের কাউন্টারে এবং বাকী ২৫ শতাংশ অন-লাইনে বিক্রি করা হবে। অর্থাৎ, মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে টিকেট কেনা যাবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে রেলওয়ে থেকে এ-বছরের ২৬ মার্চ থেকে রেলস্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছিল।

জানা গেছে, পরবর্তী আদেশ না-পাওয়া পর্যন্ত স্টেশনের কাউন্টার থেকে ২৫ শতাংশ আসনের টিকিট বিক্রি চলবে। সরকার ঘোষিত স্বাস্থ্য-নির্দেশনা মেনে যাত্রীদের ট্রেনে-ভ্রমণ সুরক্ষিত করতে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলোতে অর্ধেক সিট খালি রেখে বাকী অর্ধেকের টিকেট ইসুর পাশাপাশি সকল আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ইসু বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে ১২ সেপ্টেম্বর থেকে টিকেট বিক্রির তথ্য জানানো হয়েছিল।

Loading...