loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জকোভিচের ৫ম ইতালিয়ান ওপেন ও ৩৬তম মাস্টার্স শিরোপা জয়


জকোভিচের ৫ম ইতালিয়ান ওপেন ও ৩৬তম মাস্টার্স শিরোপা জয়

আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্জম্যানকে ফাইনালে পরাজিত করে ক্যারিয়ারের পঞ্চম ইতালিয়ান ওপেন ও রেকর্ড ৩৬তম এটিপি মাস্টার্স শিরোপা জয় করেছেন নোভাক জকোভিচ। সোমবার (২১ সেপ্টেম্বর) রোমে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জকোভিচ ৭-৫, ৬-৩ গেমে দুই ঘন্টারও কম সময়ে শোয়ার্টজম্যানকে পরাজিত করেন।

২০১৫ সালের পরে এই প্রথম রোমের শিরোপা জিতলেন জকোভিচ। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতিটাও এর মাধ্যমে ভালোভাবেই সেরে নিলেন এই সার্বিয়ান তারকা। এই শিরোপা জয়ে জকোভিচ তাঁর স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের চেয়ে বেশি সংখ্যক মাস্টার্স শিরোপা জয়ের পথে এগিয়ে গেলেন।

নয়বারের চ্যাম্পিয়ন নাদাল কোয়ার্টার-ফাইনালে অষ্টম বাছাই শোয়ার্জম্যানের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন।

ইউএস ওপেনে ডিসকোয়ালিফাই হয়ে বিদায় নেয়া জকোভিচ চলতি মৌসুমে এখনো অপরাজিত রয়েছেন। ৩৩ বছর বয়সী এই তারকা চলতি বছর পাঁচটি ইভেন্টের চারটিতেই শিরোপা জিতলেন। অন্য তিনটি হলো – অস্ট্রেলিয়ান ওপেন, দুবাই ওপেন ও সিনসিনাতি।

এই নিয়ে দশমবারের মতো রোম ফাইনালে খেললেন জকোভিচ। শেষবার ট্রফি জয়ের পরে তিনটি ফাইনালে পরাজিত হন তিনি। এরমধ্যে গতবছর ফাইনালে নাদালের কাছে হেরেছিলেন।

বিশ্বের ১৫ নম্বর খেলোয়াড় শোয়ার্জম্যান এদিন জকোভিচের প্রথম দুটি সার্ভিস গেমে ব্রেক পয়েন্ট তুলে নিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যান। তবে এরপর জকোভিচকে আর পেছনে তাকাতে হয়নি। এ-বছর ৩২টি ম্যাচের মধ্যে ৩১টিতেই জয়ী হয়ে নিজেকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন জকোভিচ। শোয়ার্জম্যানের বিপক্ষে এটি জকোভিচের পঞ্চম জয়।

Loading...