loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ছাড়ালো, ভারতে ৯০ হাজার


যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ছাড়ালো, ভারতে ৯০ হাজার

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভয়াল থাবায় বিশ্বব্যাপী বেড়েই চলেছে লাশের সারি। এবার প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ-তথ্য জানা গেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) এ-তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ৬.৮ মিলিয়নেরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছেন, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। নর্থ ডাকোটা ও উটাহ অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ার পর যুক্তরাষ্ট্র মৃত্যুর এই মাইলফলক স্পর্শ করেছে।  

গত মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, যদি মৃতের সংখ্যা এক লাখ থেকে দুই লাখের মধ্যে থাকে, তাহলে দেশ ‘ভালো অবস্থানে’ আছে। গত মাসে, করোনায় ১৫ জনের মৃত্যু হওয়ার খবর শুনে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন – দুইদিনের মধ্যে মৃতের সংখ্যা শূন্যে নেমে আসবে।  

যাহােক, ট্রাম্পের কথা ভুল প্রমাণ করে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। জেএইচইউ জানায়, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত করোনায় ২০০,০০৫ জনের মৃত্যু হয়েছে।

গত বছর চীন থেকে করোনাভাইরাস ছড়ানোর পর থেকে যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিকভাবে মৃত ও আক্রান্তের তথ্য সংগ্রহ করছে জেএইচইউ। যুক্তরাষ্ট্রে প্রথম করোনা-আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল জানুয়ারিতে।  

এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা-আক্রান্ত হয়ে ১,০৮৫ জনে মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু হলো ৯০,০২০ জনের। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এ-তথ্য জানিয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৩৪৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬ লাখ ৪৬ হাজার ১০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৮৭ হাজার ৬১৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯,৭৪৬ জন।

দেশটির সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য হলো – মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে – অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, কেরালা ও গুজরাট।

করোনা-আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে এ-পর্যন্ত মারা গেছেন ৩৩,৪০৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে – তামিলনাড়ুতে ৮,৯৪৭ জন, কর্ণাটকে ৮,২২৮ জন, অন্ধ্রপ্রদেশে ৫,৪৬১ জন, উত্তরপ্রদেশে ৫,২১২ জন, দিল্লিতে ৫,০৫১ জন এবং পশ্চিমবঙ্গে ৪,৪৮৩ জন।

কোভিড-১৯ মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত দেশ ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ৪ অগাস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। শনাক্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই দেশটির অবস্থান।

Loading...