loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ফলাফল প্রকাশ, সংশোধনী বিলে মন্ত্রিসভার অনুমোদন


২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ফলাফল প্রকাশ, সংশোধনী বিলে মন্ত্রিসভার অনুমোদন

মন্ত্রিসভা ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও এর সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে সোমবার (১১ জানুয়ারি) তিনটি সংশোধনী বিলের খসড়া অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন।

বৈঠকের পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আইন মন্ত্রণালয়ের ভোটিংয়ের শর্তে মন্ত্রিসভায় এই তিনটি বিলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বৈঠকে এইচএসসি’র ফলাফল যেন ২৪ থেকে ২৫ জানুয়ারি অথবা সর্বোচ্চ ২৮ জানুয়ারির মধ্যে প্রকাশিত হতে পারে – সে-লক্ষ্যে বিল তিনটি সংসদের পরবর্তী প্রথম অধিবেশনেই উত্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিব বলেন, সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে দুইটি অধ্যাদেশ ও একটি আইন – ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি অ্যাজুকেশন অর্ডিনেন্স ১৯৬১ ও বাংলাদেশ টেকনিক্যাল অ্যাজুকেশন বোর্ড অর্ডিন্যান্স ২০১৮ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন ২০২০ পাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাতদিনের মধ্যে (১৮ জানুয়ারি) সংসদের পরবর্তী অধিবেশন বসতে যাচ্ছে।

বিদ্যমান আইনে পরীক্ষা গ্রহণ না করেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের কোনো বিধান রাখা হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোভিড-১৯ মহামারির কারণে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়। তাই এই সংশোধনী বিলগুলো উপস্থাপন করা হয়েছে।

Loading...