loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপাতত স্থগিত


ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপাতত স্থগিত

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বিবেচনায় রেখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন আপাতত স্থগিত করেছে সরকার। বুধবার (২০ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর অদূরে পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

এ-বিষয়ে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন গণমাধ্যমকে বলেন, মেলা হলে মানুষের সমাগম হবে এবং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বিবেচনায় রেখে আপাতত মেলার আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে মেলার আয়োজন করা হবে।

উল্লেখ্য, রপ্তানি উন্নয়ন বিউরো (ইপিবি) প্রতিবছর জানুয়ারি মাসে রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করে থাকে। এবার করোনা-মহামারির কারণে জানুয়ারির বদলে মার্চ মাসে মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, এখনও করোনাভাইরাসের ঝুঁকি থাকায় মার্চ মাসে মেলা করার সিদ্ধান্ত বাতিল করলো কর্তৃপক্ষ।

ইপিবি জানায়, পূর্বাচলে ২০ একর জমির উপর বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে। সেখানে ৮০০টি দোকান রয়েছে।

Loading...