loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ট্রাম্পের যেকোনো সময়ের চেয়ে প্রথম সপ্তাহে বাইডেনের জনসমর্থন বেশি


ট্রাম্পের যেকোনো সময়ের চেয়ে প্রথম সপ্তাহে বাইডেনের জনসমর্থন বেশি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি জনসমর্থনের হার ডোনাল্ড ট্রাম্পের পুরো শাসনামলের চেয়ে অনেক বেশি। তিনি দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পরে চালানো জরিপের ফলাফলে এ-তথ্য জানা গেছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

বুধবার (২৭ জানুয়ারি) প্রকাশিত মনমাউথ ইউনিভার্সিটি পরিচালিত নতুন এক জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ আমেরিকান নাগরিককে বাইডেনের কাজের প্রতি সমর্থন জানান এবং ৩০ শতাংশ মার্কিন জনগণ তাঁর কাজের ব্যাপারে ইতিবাচক বলেননি।

ট্রাম্প তাঁর শাসনামলের অধিকাংশ সময় কাটিয়েছেন ৪০ শতাংশেরও কম জনসমর্থন নিয়ে এবং গ্যালাপের জরিপ অনুযায়ী, ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় তাঁর প্রতি জনসমর্থন ছিল মাত্র ৩৪ শতাংশ। কোনো মার্কিন প্রেসিডেন্টের বিদায়ের সময় জনসমর্থনের ক্ষেত্রে এটি সর্বনিম্ন রেকর্ড।

এদিকে সোমবার প্রকাশিত মর্নিং কনসাল্টের এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৫৬ শতাংশ জনগণ বাইডেনের প্রতি সমর্থন জানান এবং ৩৪ শতাংশ সমর্থন করেননি। সোমবার প্রকাশিত আরেকটি জরিপে বাইডেনের প্রতি ৬৩ শতাংশ মার্কিন নাগরিককে সমর্থন জানাতে দেখা গেছে। হিল-হ্যারিসএক্স জরিপটি পরিচালনা করে।

মনমাউথের জরিপে বাইডেনের প্রতি ৯০ শতাংশ ডেমোক্রেটস সমর্থন জানান। তবে সেই জরিপে তিনি ৪৭ শতাংশ নিরপেক্ষ জনগণের এবং ১৫ শতাংশ রিপাবলিকানের সমর্থন পেয়েছেন।

Loading...