loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

মিরাজের শতরানে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৩০ রান


মিরাজের শতরানে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৩০ রান

মেহেদি হাসান মিরাজের প্রথম টেস্ট-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতরান করে ১০৩ রানে আউট হন মিরাজ। এছাড়া, সাকিব আল হাসান ৬৮, ওপেনার সাদমান ইসলাম ৫৯ ও মুশফিকুর রহিম-লিটন দাস ৩৮ রান করে করেছেন।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ২৪২ রান। সাকিব ৩৯ ও লিটন দাস ৩৪ রানে অপরাজিত ছিলেন।

সেঞ্চুরির পরে নিজের ইনিংস বেশি দূর টানতে পারেননি মিরাজ। দলীয় ৪৩০ রান শেষ ব্যাটসম্যান হিসেবে লং-অনে ক্যাচ দিয়ে কর্নওয়ালের দ্বিতীয় শিকার হন তিনি। ২২৪ মিনিট ক্রিজে থেকে ১৬৮ বল খেলে ১৩টি চার মেরেছেন মিরাজ। ১১ বলে তিন রানে অপরাজিত ছিলেন মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিকান ১৩৩ রানে চার উইকেট শিকার করেছেন। এছাড়া, কর্নওয়াল দুইটি, রোচ-গ্যাব্রিয়েল-বোনার একটি করে উইকেট পেয়েছেন।

Loading...